ঢোলাহাট, 6 জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের । তার লিক হয়ে দুর্ঘটনার শিকার হলেন মা মঞ্জুরি নস্কর, বোন পল্লবী ও ভাই পরমেশ্বর । দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের মিলনমোড়ের ঘটনা ।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একই পরিবারের 3 - postmortem
বাড়ির বিদ্যুতের তার লিক হয়ে গ্রিলের সঙ্গে জড়িয়ে যায় । এর জেরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলা ও তার দুই ছেলে মেয়ের মৃত্যু হয় ।
গতকাল সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল । স্থানীয়দের তরফে জানা যায়, বাড়ির বিদ্যুতের তার লিক হয়ে গ্রিলের সঙ্গে জড়িয়ে যায় । সেই সময় অজান্তেই গ্রিলে হাত দেয় পরমেশ্বর । সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয় সে । তাকে বাঁচাতে ছুটে যান মা মঞ্জুরি ও বোন পল্লবী । পরমেশ্বরকে উদ্ধার করতে গিয়ে মা ও মেয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে । চিৎকার শুনে পরমেশ্বরের বাড়িতে পৌঁছায় স্থানীয়রা । কিন্তু ততক্ষণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।