পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Arpita New Property: পার্থ-অর্পিতার নতুন সম্পত্তির খোঁজ পেল ইডি, বারুইপুরের বাগান বাড়িতে প্রায়ই আসতেন মন্ত্রী - পার্থ অর্পিতার নতুন সম্পত্তির খোঁজ পেল ইডি

পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন আর এক সম্পত্তির খোঁজ পেল ইডি (ED Traced Partha Arpita New Property) ৷ বারুইপুরের একটি বাগানবাড়ি ৷ যেখানে প্রায়ই মন্ত্রী ও অর্পিতা যেতেন সময় কাটাতে ৷ এমনটাই জানাচ্ছে এলাকাবাসী ৷

Partha Arpita New Property
পার্থ-অর্পিতার নতুন সম্পত্তির খোঁজ পেল ইডি

By

Published : Jul 26, 2022, 8:10 AM IST

বারুইপুর, 26 জুলাই: সময় যত এগোচ্ছে ততই অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন নতুন সম্পদের খবর উঠে আসছে । এবার পার্থ ও অর্পিতার নতুন সম্পত্তির খোঁজ পেল তদন্তকারী সংস্থা (ইডি) ৷ বারুইপুরের বেগমপুরের পুড়ি এলাকার এমনই এক বাগানবাড়ির হদিশ পেয়েছে তদন্তকারী আধিকারিকেরা (ED Traced Partha Arpita New Property)। যেখানে প্রায়ই যাতায়াত ছিল অর্পিতার এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা । তবে এই বাড়ি অর্পিতার নামে, নাকি পার্থ চট্টোপাধ্যায়ের নামে,তা স্পষ্ট করেননি বাসিন্দারা ।

বারুইপুরে পার্থ-অর্পিতার বাগানবাড়ির যাবতীয় দেখাশোনা করেন তৃণমূলের স্থানীয়স্তরের এক দাপুটে নেতা । এই বাড়িতে অর্পিতা কখন আসেন, কতক্ষণ থাকেন, সঙ্গে কে কে আসেন-আপাতত সেইসব নিয়েই সরগরম বেগমপুর । চায়ের দোকান থেকে বাজারহাট, সর্বত্রই চর্চার কেন্দ্রে ওই বাগানবাড়ি আর পার্থ-অর্পিতা । কেন এই বাড়িতে অর্পিতার যাতায়াত বেড়েছিল, তা নিয়েও ঘনীভূত হচ্ছে রহস্য ।

আরও পড়ুন :3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের কাটাখাল-উত্তরভাগ বাইপাসে পুড়ি এলাকায় রাস্তার একেবারে পাশেই এই বাগানবাড়ি । গেটের পাশে ফলকে জ্বলজ্বল করছে নাম 'বিশ্রাম' । দোতলা এই বাড়িতে বিশ্রাম নিতেই আসতেন মন্ত্রী ও অর্পিতা । বাড়ির পিছনেই রয়েছে পুকুর । পাশে বিরাট বাগান । বাগানবাড়ির পাশে রয়েছে একটি সুসজ্জিত পিকনিক স্পট । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাগানবাড়ির পুকুরে মাঝেমধ্যে অর্পিতাকে মাছ ধরতে দেখা গিয়েছে । শখ করেই ছিপ নিয়ে পুকুরপাড়ে বসতেন তিনি । মাঝেমধ্যে পিকনিক স্পটেও যেতেন ।

বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও অনুষ্ঠান থাকলে সঙ্গে আসতেন এই মহিলা, উঠতেন এই বাগানবাড়িতে । সঙ্গে থাকত বেশ কয়েকটি গাড়ি । মূলত বিকেল ও রাতে কয়েকঘণ্টা কাটিয়ে ফিরে যেতেন তাঁরা । দলের অনেক নেতা-কর্মীও সঙ্গে আসতেন তাঁদের । বাসিন্দাদের কথায়, অর্পিতাকে কখনও কখনও স্থানীয় চায়ের দোকানেও চা খেতে দেখা গিয়েছে । অনেকেই বললেন, বারুইপুরের একটি স্কুলে একবার সরস্বতী পুজোর দিনে পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন অর্পিতাকে নিয়ে । সেবার তাঁরা খিচুড়ি ভোগ খেয়েছিলেন । এমনকী, শাসন বাইপাসের ধারে একটি পিকনিক স্পটেও এসেছিলেন এই মহিলা । সেই সময় অনেকেই তাঁকে দেখেছিলেন । ওই বাগান বাড়ির সত্যতা উন্মোচনে এখন তৎপর ইডি ৷

পার্থ-অর্পিতার নতুন সম্পত্তির খোঁজ পেল ইডি

আরও পড়ুন :শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অর্পিতার কাছ থেকে উদ্ধার কালো ডায়েরি

এছাড়াও জেলা জুড়ে বিপুল সম্পত্তি রয়েছে পার্থ এবং অর্পিতার, এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । এদিন তদন্তের স্বার্থে ডায়মন্ড হারবারে হানা দেয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । ডায়মন্ড হারবারের 76 নং বাস স্ট্যান্ডে বেশ কিছু সুস্বাদু খাবারের হোটেলে আধিকারিকেরা হানা দেয় বলে খবর । সবমিলিয়ে পার্থ ও অর্পিতার রহস্যের উন্মোচন করতে মরিয়া তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details