সাতগাছিয়া, 20 মে: কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে ভোরভোর পৌঁছে গিয়েছে ইডি ৷ পাশাপাশি তাঁর অন্য ফার্ম এবং কনসালটেন্সিগুলিতেও হানা দিয়েছে ইডির দল ৷ এর সঙ্গে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায় জ্ঞানানন্দ সামন্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি ৷ উল্লেখ্য, তিনি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে রামচন্দ্র নগর জেলা পরিষদের সদস্য ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগেও সুজয় ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, দু'টি মোবাইল ফোন এবং একটি অ্যাডমিট কার্ড পাওয়া গিয়েছিল ৷ সেবার কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয় ভদ্র জানিয়েছিলেন, এই অ্যাডমিট কার্ড তাঁর শ্যালিকার ছেলের ৷ তিনি সুজয় ভদ্রের বাড়িতেই থাকেন ৷ তাই সেখান থেকে এই অ্যাডমিট কার্ড মিলেছে ৷
সূত্রের খবর, আগের দিনের সূত্র ধরে শনিবার ভোরে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্রের বাড়ি যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁর একটি বাড়িতে সুইমিং পুল আছে ৷ সেখানে সাঁতার শেখানো হয় ৷ সেই বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ৷