পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diamond Harbour Municipality: জল প্রকল্পের পাইপ লাইনে বিষাক্ত কীট! আটক পৌরসভার দুই ইঞ্জিনিয়ার - Earthworm Found in Water

পৌরসভার জল প্রকল্পের পাইপ লাইন থেকে বেরচ্ছে বিষাক্ত কীট ৷ যার জেরে আতঙ্ক ছড়াল ডায়মন্ড হারবারে ৷ খবর ছড়িয়ে পড়তেই পৌরসভার দুই ইঞ্জিনিয়ারকে আটক করল পুলিশ (Police Detained Two Engineers)।

Diamond Harbour Municipality
জল প্রকল্পের পাইপ লাইনে বিষাক্ত কীট

By

Published : Feb 23, 2023, 10:47 PM IST

ডায়মন্ড হারবার, 23 ফেব্রুয়ারি: ডায়মন্ড হারবার পৌরসভার পাইপ লাইনের জলে মিলল বিষাক্ত কীট (Earthworm Found in Water) । বিষাক্ত এই কীট দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। এই খবর প্রকাশ্যে আসতেই পৌরসভার দুই ইঞ্জিনিয়ারকে আটক করল পুলিশ।

জানা যায়, কোটি টাকা ব্যয়ে নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার পৌরসভায় গঙ্গোত্রী নামে জল প্রকল্প হয়। অবশ্য প্রকল্প শুরু হওয়ার পর থেকেই পৌরসভাবাসীর অভিযোগ, জলের পাইপ লাইন থেকে প্রায়শই নোংরা জল পড়ে। সম্প্রতি জলের পাইপ থেকে বেরনো বিষাক্ত ওই কীটকে যা দেখতে খানিকটা বিছের মতো স্থানীয় ডায়মন্ড হারবার হাইস্কুলের মিউজিয়ামে সংগ্রহ করে রাখা হয়েছে।

এই খবর প্রকাশ্যে আসতেই ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন দে হাজির হন পৌরসভায়। ঘটনায় পৌরসভার দুই ইঞ্জিনিয়ার প্রবীর পোল্লে ও মৃদুল মণ্ডলকে আটক করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জল প্রকল্পের পাইপ লাইন থেকে বেরচ্ছে বিষাক্ত কীট ৷ সেই ঘটনার তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের কারণে দু'জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, পৌরসভার চেয়ারম্যানকে এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন:চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুন কুমার দে বলেন, "ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ডের বাড়ি বাড়ি পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার জন্য যে পাইপ লাইন ব্যবহার করা হয়েছিল সেই পাইপ লাইনের মাধ্যমে কীট, পোকামাকড় দেখতে পান এলাকাবাসীরা ৷ এই ঘটনার তদন্ত শুরু করি আমরা। ইতিমধ্যে ডায়মন্ড হারবার পৌরসভার বেশ কিছু কর্মীকে আটক করা হয়েছে ৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা সুফল খাটু বলেন, "সাধারণ মানুষের ব্যবহারযোগ্য পরিশুদ্ধ পানীয় জলে কীভাবে পোকা এল। পৌরসভার আধিকারিকরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করছে না ৷ যার ফলে এই ঘটনা ঘটছে ৷ আমরা চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত শুরু করুক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।"

ABOUT THE AUTHOR

...view details