পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: তৃণমূল-আরএসপি সংঘর্ষে রণক্ষেত্র গোসাবা - রণক্ষেত্র গোসাবা

শনিবার ভোট প্রচারে নেমে আরএসপি প্রার্থীর উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর জখম দু'পক্ষই ৷

Etv Bharat
তৃণমূল-আরএসপি সংঘর্ষ

By

Published : Jun 24, 2023, 10:58 PM IST

তৃণমূল-আরএসপি সংঘর্ষ

গোসাবা, 24 জুন: শনিবার ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হলেন আরএসপি প্রার্থী। আরএসপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত পাঠানখালি এলাকায়। আহত আরএসপি প্রার্থীর নজরুল ইসলাম ঘরামি।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোড় দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা ৷ আগামীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন জনগণের দরবারে ৷ সেই মতো এদিন বিকেলে গোসাবার পাঠানখালি এলাকায় টোটোয় করে প্রচার করতে বেরোন আরএসপি প্রার্থী নজরুল ইসলাম ঘরামি। অভিযোগ, আচমকাই পাঠানখালি এলাকায় তৃণমূল সমর্থক বেশ কয়েকজন কর্মী নজরুল ইসলাম ঘরামি-সহ তাঁর কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় ৷

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ছয় থেকে সাত জন আরএসপি কর্মী সমর্থক। আহত কর্মী সমর্থকদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁদেরকে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হননি ৷ ঘটনায় অভিযোগের আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধে। অন্যদিকে বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির ৷ এক তৃণমূলকর্মী পালটা অভিযোগ করে বলেন, "শনিবার বিকেলে গোসাবার পাঠানখালিতে আরএসপি কর্মী সমর্থকেরা, তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হঠাৎ করে চড়াও হয় ৷ আমাদের দেখে বেধড়ক মারধর শুরু করে ৷ হাতে তাঁদের অস্ত্রও ছিল ৷ এই ঘটনায় আমাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন।" ঘটনায় গোটা বিষয়ের ওপরে নজর রেখেছে প্রশাসন ৷ এখনও পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে ৷

আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি ধরা পড়েছে ৷ মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে যেমন উত্তপ্ত হয়েছে ভাঙড়, ক্যানিংয়ের মতো জায়গা তেমনি মনোনয়ন জোর করে প্রত্যাহারের অভিযোগ উঠেছে বিভিন্ন দলের বিরুদ্ধে ৷ ইতিমধ্যেই সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য রাজ্যে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ ভাঙড়ে শনিবার বিকালে পৌঁছে গিয়েছে 1 কোম্পানী বাহিনী ৷ অন্যদিকে জলপাইগুড়িতেও রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী ৷

ABOUT THE AUTHOR

...view details