জয়নগর, 1 অক্টোবর : কথিত আছে, স্বয়ং মা দুর্গাই বয়স্ক মহিলার বেশে এসে জমিদার বাড়ির সদস্য ভুবনমোহিনী মিত্রকে পুজো শুরু করার কথা বলেন ৷ তারপর 1136 সাল থেকেই দক্ষিণ 24 পরগনার জয়নগরের মিত্র জমিদার বাড়িতে চলে আসছে দুর্গাপুজো ৷ জমিদারি প্রথা না থাকলেও অতীতের নিয়ম মেনে প্রতিবছর পুজো হয় এখানে । কালের নিয়মে জৌলুস কিছুটা কমলেও পুজোর আচার-আচরণে এতটুকুও খামতি রাখেন না জমিদার বাড়ির সদস্যরা ।
এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি কাকতালীয় ঘটনা ৷ বাড়ির একটি কাঁঠাল গাছে এই পুজোর সময় কাঁঠাল ফলবেই ৷ সেই কাঁঠাল পুজোর নৈবেদ্য হিসাবে মা দুর্গাকে নিবেদন করা হয় । জমিদার বাড়ির বিশাল ঠাকুর দালানে জন্মাষ্টমীতে কাঠামো পুজোর দু‘দিন পর থেকেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যায় ৷
আরও পড়ুন :Durga Puja Special : ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার
দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি, মথুরাপুর ইত্যাদি এলাকা জুড়ে জমিদারি প্রভাব ও আধিপত্য বিস্তার করেছিল মিত্ররা । অতীতে পুজোর সময় এই জমিদার বাড়িতেই প্রজারা পুজোর যাবতীয় জিনিসপত্র পাঠাতেন ৷ কিন্তু কালের নিয়মে জমিদারি প্রথার অবসান ঘটেছে ।