দক্ষিণ 24 পরগনা, 14 সেপ্টেম্বর:সময়ের সঙ্গে সঙ্গে যেন হারিয়ে যাচ্ছে বাংলার থিয়েটার । দক্ষিণ 24 পরগনার অন্যতম শহর জয়নগর মজিলপুর ৷ আর এখানেই রয়েছে রূপ-অরূপ মঞ্চ, শিবনাথ শাস্তি সদন, রবীন্দ্র ভবন থিয়েটার ৷ তিনটি হলই প্রায় বন্ধের মুখে । অনেকেই মনে করেন একটু একটু করে বিলুপ্তর পথে গ্রাম বাংলার সেই থিয়েটার । যার জন্য পরোক্ষভাবে দায়ী ওয়েব সিরিজ ৷ এই সমস্ত থিয়েটার হলগুলি বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মিছিলের জায়গা হয়ে দাঁড়িয়েছে ।
অথচ একটা সময় ছিল যখন এই থিয়েটার প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সে সবই এখন অতীত ৷ নাট্য ব্যক্তিত্বদের মতে গত কয়েকবছরে ধীরে ধীরে মানুষ অনেকটাই মুখ ফিরেয়েছে থিয়েটার থেকে ৷ যার অন্যতম কারণ ওয়েব সিরিজ ৷ তাই একটা প্রজন্মের পর নতুন কোনও প্রজন্ম তৈরি হয়নি যারা নাটক ও থিয়েটারের প্রতি উৎসাহী ৷ আগামী প্রজন্ম হয়ত আর নাটক, থিয়েটার দেখতে পাবে না ৷ জয়নগরের অনেক জায়গায় আগে বড় বড় নাটকেরদল ছিল ৷ কিন্তু বর্তমানে তা হাতে গোনা ৷