দক্ষিণ 24 পরগনা, 22 জুন: হাতে আর মাত্র 14 দিন ৷ তারপরই পঞ্চায়েত ভোট ৷ আর সেই জন্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যতটা ব্যস্ত, তার থেকেও চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন ফ্লেক্স ও ব্যানার ব্যবসায়ীরা ৷ সমস্ত রাজনৈতিক দলের ব্যানার তৈরি করতে রীতিমতো নাওয়া খাওয়া ভুলেছেন তাঁরা । সারা বছর ব্যবসা সেভাবে না হলেও ভোটের ক'দিন তাঁদের কাজের বিরাম থাকে না ৷ দিনরাত এক করে ফ্লেক্স তৈরি করতে হয় । একের পর এক অর্ডার অনুযায়ী ফ্লেক্স তৈরি করে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে তুলে দেওয়া পর্যন্ত চাপ থেকেই যায় ৷
তবে রাজনৈতিক দলের কর্মীদের মতে, সময়ের অভাবের কারণে এ বছর দেওয়াল লিখনের তুলনায় ফ্লেক্স ও ব্যানারই বেশি করা হচ্ছে ৷ খুব কম সময়ের মধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে ৷ তাই স্বাভাবিকভাবেই প্রচারের সময় বড্ড কম । তার উপর দেওয়াল লিখতে গেলেও অনেকটা সময় লেগে যায় ৷ তাই প্রচারের দিকেই বেশি সময় দিতে ফ্লেক্স-ব্যানারেই উপরেই বেশি জোর দেওয়া হয়েছে ।
এই প্রসঙ্গে এক তৃণমূল কর্মী বলেন, "প্রতিবার ভোটে আমরা দেওয়াল লিখনেই বেশি গুরুত্ব দিয়ে থাকি । এতে ওই এলাকায় যেমন প্রচারও হয় । তেমনি এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ হয়ে যায় । তবে এই বছর সময় কম থাকার কারণে আমরা ব্যানার ও ফ্লেক্সেই বেশি প্রাধান্য দিচ্ছি । পাশাপাশি প্রত্যেক বছরের মতো এই বছর টুকটাক দেওয়াল লিখনও করছেন আমাদের কর্মীরা ।"