আলিপুর, 11 জানুয়ারি: নজিরবিহীন ঘটনা ৷ আইনজীবীর মৃত্যুতে বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দিল আলিপুর বার অ্যাসোসিয়েশন ৷ এর ফলে সারাদিন কোনও কাজই হল না আলিপুর পুলিশ ও জাজেস কোর্টে ৷ আদালতে এসে ফিরে যেতে হল একাধিক মামলাকারীকে ৷ জানা গিয়েছে, বুধবার রাত দেড়টায় মৃত্যু হয় আলিপুর আদালতের আইনজীবী তপেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিন কর্মবিরতির ডাক দেয় আলিপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ৷ আজ আলিপুর আদালতে বার অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সহকর্মীর মৃত্যুতে শোকার্ত আইনজীবীরা ৷ তাই কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে ৷ এই ঘটনাটি সংশ্লিষ্ট মহলের অনেকের কাছেই নজিরবিহীন।
বৃহস্পতিলার সকাল সাড়ে 10টা থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয় ৷ এই কর্মবিরতির ফলে আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি কোনও আইনজীবী ৷ আজ আলিপুরের পুলিশ ও জাজেস কোর্টে নিয়োগ দুর্নীতি-সহ বেশ কয়েকটি জরুরি মামলার শুনানি ছিল ৷ তবে আইনজীবীদের কর্মবিরতির জেরে সেই সমস্ত মামলায় শুনানি বন্ধ থাকে এ দিন ৷ দূর দূরান্ত থেকে মামলা করতে বা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন অনেকে ৷ কিন্তু কর্মবিরতির জেরে তাঁরা মামলা করতে পারেন না ৷ ফলে খালি হাতেই ফিরে যেতে হয় তাঁদের ৷ হঠাই এই কর্মবিরতিতে বেজায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷