ভাঙড়, 12 জুলাই: পঞ্চায়েতে ভোটচুরির অভিযোগে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ । ভাঙড়ে গুলিবিদ্ধ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাকসুদ হাসান । গণনা শেষে রাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড় । আইএসএফ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে তৃণমূলের । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের উপরও হামলা চলে । অভিযোগ, আইএসএফ সমর্থকরাই গোটা এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বোমাবাজি ও গুলি চালায় । ঘটনায় তৃণমূল ও আইএসএফ কর্মী- সমর্থকদের অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে ।
রাত সাড়ে 12 টার সময়ও ভাঙড়ে পরিস্থিতি ভয় ধরানোর মতোই ছিল । লাগাতার বোমাবাজি ও গুলি চলছিল । ডিএসপি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও খবর । স্থানীয়রা নিজেদের ঘরবন্দি করে রাখলেও পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যায় । কারণ, রাত বাড়তেই তাজা বোমা ও বন্দুক নিয়ে দাপাদাপি শুরু হয় দুষ্কৃতীদের বলে অভিযোগ । খবর করতে গিয়ে এলাকায় আটকে পড়েন বেশ কয়েকজন সংবাদকর্মী । স্থানীয়দের ফোন পেয়েই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মাকসুদ হাসান । তখনই তিনি গুলিবিদ্ধ হন ।