মহেশতলা, 31 মার্চ : যুবতির কাছে নেশা করার জন্য টাকা চেয়েছিল তার ভাই। কিন্তু তিনি টাকা দেননি। টাকা না পেয়ে বঁটি দিয়ে দিদির গলায় কোপ বসিয়ে দিল সে। ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার চক কৃষ্ণনগর বারুদপাড়ায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহেশতলা থানার পুলিশ।
নেশার টাকা না পেয়ে দিদিকে কোপ - মাদকের নেশা
নেশা করবে বলে দিদির কাছ থেকে টাকা চেয়েছিল তার ভাই। টাকা না দেওয়ায় গলায় বঁটির কোপ বসিয়ে দেয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বেহালা বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতি।
গতরাতে শেখ বাপি নামের ওই যুবক তার দিদি রিজিয়া বিবির কাছে নেশা করবে বলে টাকা চেয়েছিল। রিজিয়া টাকা না দেওয়ায় রান্নাঘর থেকে বঁটি নিয়ে তার গলায় কোপ বসিয়ে দেয়। রিজিয়ার শওহর রহিম আলি সরদার বলে, "পাশের পাড়ার ক্লাবের মাঠে খেলা চলছিল। আমি সেইসময় সেখানে ছিলাম। ছেলেরাও সেখানেই ছিল। বিগত তিন-চার বছর ধরে আমাদের সঙ্গেই থাকে বাপি। তবে কেন সে এরকম করল সেটা বলতে পারছি না।" খবর পেয়ে স্থানীয়রা ছুটে যায় রিজিয়ার বাড়ি। জখম রিজিয়া বিবিকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। মহেশতলা থানায় বাপির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবতির স্বামী। অভিযোগ পেয়ে পুলিশ বাপিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।