গঙ্গাসাগর, 16 ডিসেম্বর: গত বছর করোনাকালে (covid rules at Gangasagar) জলে নেমে ডুব দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত । তীর্থযাত্রীদের যতটা সম্ভব জলে না নামার জন্য প্রচার চালিয়েছিল জেলা প্রশাসনও । করোনা সংক্রমণ এড়াতে বেশকিছু বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছিল । যেমন ই-স্নান, সাগরের জল পাইপলাইনের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে অস্থায়ী বাথরুম তৈরি করে স্নানের ব্যবস্থা । গতবার ই-স্নান ঘিরে পূণ্যার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে । এ বার আরও এক ধাপ এগিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ৷ নিউ নর্ম্যাল জীবনে এ বছর গঙ্গাসাগরে ড্রোনের (Drones to splash holy bath water at Gangasagar) মাধ্যমে আকাশপথে জল ছিটিয়ে তীর্থযাত্রীদের স্নান করানোর ব্যবস্থা করা হচ্ছে ।
দক্ষিণ 24 পরগনা (South 24 parganas news) জেলা প্রশাসন প্রতি বছর গঙ্গাসাগর (Gangasagar news) মেলায় কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসে । এ বার নতুন বছরের উপহার হিসাবে পূণ্যার্থীদের জন্য এই পরিষেবা আনা হচ্ছে । নয়া পদ্ধতিতে পূণ্যস্নানের ভীড় এড়ানো যাবে বলে আশা করা হচ্ছে ৷ তবুও করোনা বিধি মানার জন্য মেলার আগে ও মেলা চলাকালীন লাগাতার প্রচার চালানো হবে ।
আরও পড়ুন:Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার আগে 100 শতাংশ টিকাকরণের সিদ্ধান্ত প্রশাসনের