বারুইপুর, 7 সেপ্টেম্বর: বারুইপুরের মানুষের কাছে কিছুদিনের মধ্যেই ড্রোনের সাহায্যে পৌঁছে যাবে ওষুধ (Drone Delivers Medicine) ৷ এক বেসরকারি মেডিক্যাল সংস্থার বারুইপুরের অফিসে তারই পরীক্ষা করা হল ৷ সংস্থার এক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, অনলাইন এক শপিং অ্যাপের সঙ্গে তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন ৷
সংস্থার ওই আধিকারিক জানিয়েছেন, 104 কিলোমিটার কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনও গ্রাহক অনলাইনে জীবনদায়ী ওষুধের অর্ডার দিলে, তা ড্রোনের মাধ্যমে পৌঁছে যাবে ৷ বারুইপুর থেকে এ দিন একটি ড্রোন সাড়ে তিন কেজি ওষুধ নিয়ে পূর্ব মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা এলাকায় পরিষেবা দিতে যায় ৷ এই ড্রোনটি ছাড়া হয় বারুইপুরের সালেপুর থেকে ৷ সেটি গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা ৷
দূরদূরান্তে জীবনদায়ী ওষুধ পৌঁছতে ড্রোন পরিষেবা আরও পড়ুন:ডায়াবেটিসের ওষুধ কোভিড রোগীদের তীব্রতা কমাতে কার্যকর, বলছে গবেষণা
তবে, পুরো প্রক্রিয়াটি এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে ৷ ট্রায়াল সফল হলেই কয়েক মাসের মধ্যে তা চালু হয়ে যেতে পারে ৷ এই পরিষেবা চালু হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল, বাঁকুড়া, বীরভূম, শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় ড্রোনের মাধ্যমে জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া যাবে বলে জানিয়েছে ওই সংস্থা ৷ তবে ডেলিভারি চার্জ কত লাগবে, তা এখনও ধার্য করা হয়নি ৷ যে অনলাইন শপিং অ্যাপটি বর্তমানে হরিয়ানা ও গুরুগ্রাম-তে এই পরিষেবা দিচ্ছে ৷ এই ড্রোন সবচেয়ে বেশি 400 মিটার উঁচুতে উড়তে পারে ৷ একটি রেডারে মাধ্যমে এটিকে চালানো হবে ৷ আপাতত বেশ কিছু ড্রোনের সাহায্যে অনলাইন শপিং অ্যাপটি জীবনদায়ী ওষুধ পৌঁছে দিচ্ছে ৷ একটি ড্রোন সর্বাধিক কুড়ি কেজি ওষুধ নিয়ে যেতে পারবে ৷