পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘দৃষ্টিকটূ’ পোশাকে প্রবেশ নিষিদ্ধ, পৌরসভার নোটিসে বিতর্ক রাজপুর-সোনারপুরে - রাজপুর-সোনারপুর পৌরসভা

‘দৃষ্টিকটূ’ পোশাকে প্রবেশ নিষিদ্ধ ৷ এমনই নোটিস পড়েছে দক্ষিণ 24 পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভা চত্বরে ৷ যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷ বিভ্রান্ত আমজনতা ৷

dress controversy on Rajpur-Sonarpur municipality notice
‘দৃষ্টিকটূ’ পোশাকে প্রবেশ নিষিদ্ধ, পৌরসভার নোটিসে বিতর্ক রাজপুর-সোনারপুরে

By

Published : Jul 2, 2021, 4:16 PM IST

সোনারপুর, 2 জুলাই :প্রাপ্য পরিষেবা নিতে আসা আমজনতার জন্য পোশাক ফতোয়া জারির অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভার বিরুদ্ধে ৷ কার্যত নজিরবিহীন এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিভ্রান্তি ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ৷ বিরোধী বিজেপির দাবি, এলাকায় তালিবানি শাসন জারির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ৷ পাল্টা বিজেপিকে তোপ দেগেছেন পৌরপ্রশাসকও ৷ সব মিলিয়ে ক্রমশ বাড়ছে তর্ক-বিতর্ক ৷

আরও পড়ুন :মেয়েদের পোশাক নিয়ে পুরানো মন্তব্যেই অনড় চিরঞ্জিত, সমালোচনায় বিরোধীরা

ঘটনার সূত্রপাত পৌরসভা ভবন চত্বরে সাঁটানো কয়েকটি নোটিশে ৷ সাদা কাগজে কালো হরফে লেখা সবক’টি নোটিসেরই বক্তব্য এক ৷ তা হল, পৌরসভায় পরিষেবা নেওয়ার জন্য এলে বা পৌরসভার ভিতরে ঢুকতে হলে শালীন পোশাক পরতে হবে ৷ অশোভনীয় বা দৃষ্টিকটূ কোনও পোশাক পরা যাবে না ৷ আর এখানেই আপত্তি তুলেছে বিজেপি ৷ তাদের সাফ কথা, এভাবে আমজনতার উপর পোশাকববিধি চাপিয়ে দিতে পারে না প্রশাসন ৷ স্থানীয় বিজেপি নেতা সুনীপ দাস এই ইস্য়ুতে পৌর কর্তৃপক্ষের আচরণ তালিবানি শাসনের সঙ্গে তুলনা করেছেন ৷

ইস্যু পোশাক ফতোয়া, সংঘাতে তৃণমূল-বিজেপি ৷

বিজেপির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পৌরপ্রশাসক পল্লব দাস ৷ তিনি জানান, সম্প্রতি একটি ঘটনা ঘিরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল পৌরসভার অন্দরে ৷ এক ব্যক্তি অত্যন্ত ছোট একটি হাফ প্য়ান্ট পরে পৌরসভায় আসেন ৷ যা দৃষ্টিকটূ ছিল বলেই দাবি পৌরকর্মীদের ৷ তাঁরা তাঁকে এই ধরনের পোশাক পরে পৌরসভায় আসতে বারণ করেন ৷ তাতে ওই ব্যক্তি পাল্টা বলেন, বাইরে কোনও নোটিস নেই ৷ তাই তিনি যা খুশি পরে আসবেন ৷ এই ধরনের ঘটনা ঘিরে ভবিষ্যতে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতেই নোটিস সাঁটানো হয়েছে বলে দাবি পৌরপ্রশাসকের ৷ আমজনতার উপর পোশাকবিধি চাপিয়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি ৷ পাল্টা মহিলাদের নিরাপত্তা নিয়ে বিজেপির ভাবধারাকে কটাক্ষ করতেও ছাড়েননি পল্লব ৷

আরও পড়ুন :সোশাল মিডিয়ায় ভাইরাল মহিলাদের পোশাক পরা পূর্ত কর্মাধ্যক্ষ !

রাজনীতির এই দড়ি টানাটানির মধ্যে পড়ে বিভ্রান্ত আমজনতা ৷ তাঁদের অনেকেই মনে করছেন, এই ধরনের নোটিস অনুচিত ৷ তাছাড়া, কোনটা শোভন, আর কোনটা অশোভন, সেটাই বা ঠিক করবে কে ? তাহলে স্পষ্ট করেই বলে দেওয়া হোক, কী পরে পৌরসভায় আসা যাবে, আর কী পরে আসা যাবে না ৷ আপাত এই নিয়েই চলছে তর্ক-বিতর্ক ৷

ABOUT THE AUTHOR

...view details