পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Double Murder in Diamond Harbour : প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে - Double Murder in Diamond Harbour

প্রকাশ রাস্তাতেই এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে একদল দুষ্কৃতী ৷ তাদের মধ্যেই একজনকে পাল্টা মারধর শুরু করে উত্তেজিত জনতা ৷ তাতে মৃত্যু হয় অভিযুক্তের ৷ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে ৷ আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Murder in Diamond Harbour) ৷

Diamond Harbour Crime News
প্রকাশ্য দিবালোকে জোড়া খুন

By

Published : Feb 17, 2022, 11:15 AM IST

Updated : Feb 17, 2022, 12:34 PM IST

ডায়মন্ড হারবার, 17 ফেব্রুয়ারি :সরিষা হাটের ব্যস্ততম বাজারে এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের সরিষা হাটে । নিহত নুর সালেম বেগ (‌47)‌ স্থানীয় বাসিন্দা । অভিযুক্ত সরিফুল মোল্লাকে (‌43) ঘটনাস্থলেই ধরে ফেলে জনতা । গণপ্রহারে মৃত্যু হয় অভিযুক্তের, ঘটনাস্থল থেকে আরেক আততায়ীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় (Murder in Diamond Harbour) ৷

ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ ঢালি, এসডিপিও মিতুন দে ও আইসি গৌতম মিত্র ঘটনাস্থলে আসেন । জমি বিবাদের জেরেই এই খুন হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমাণ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে করে সরিষা হাটের বাজারে আসেন নুর সালেম বেগ । বাইক থেকে নামা মাত্রই দুটি বাইকে করে চার দুষ্কৃতী ঘিরে ফেলে তাঁকে । এরপরেই ধারালো অস্ত্র বের করে কোপাতে থাকে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি ।

তারপরেই এলাকার মানুষ দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে । দুজনকে ধরে ফেলে বেধড়ক মারধর শুরু করে উন্মত্ত জনতা । গণপিটুনিতে মৃত্যু হয় দুষ্কৃতী সরিফুলের । অন্য একজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন : ডায়মন্ড হারবারে ট্রাক ড্রাইভারের পচাগলা দেহ উদ্ধার, গ্রেফতার খালাসি

ডায়মন্ড হারবার 2 ব্লকের সভাপতি জানান, নিহত নুরসালাম বেগ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল যুব সভাপতি ছিলেন । প্রতিদিনের মতন বাজার করতে সরিষা হাটে এসেছিলেন তিনি ৷

Last Updated : Feb 17, 2022, 12:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details