বারুইপুর, 6 জুলাই: ভাঙড়ে পাওয়ার গ্রিড জমি আন্দোলন এখনই শেষ নয় সাফ জানিয়ে দিলেন জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির আন্দোলনকারীরা । মঙ্গলবার থেকেই জমি আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় । আন্দোলনকারীদের দাবি এবার প্রতিশ্রুতি নয়, যতক্ষণ না ঋণ চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে ততক্ষণ পাওয়ার গ্রিড সাব সেন্টারের তালা খোলা হবে না ।
মঙ্গলবার সকাল থেকেই পাওয়া গ্রিডের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকারের সঙ্গে হওয়া চুক্তি নিজেই মানছে না সরকার ৷ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না রাজ্য সরকার । আগেও বেশ কয়েকবার পাওয়ার গ্রিড আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় । জমি আন্দোলনের সমাধান সূত্র বের করতে বুধবার বারুইপুর মহকুমাশাসকের দফতরে জমি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা (District administration meeting with Bhangar land movement committee)৷