আমতলা, ১৫ মার্চ : "দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে জেতাবেন। দু'লাখের বেশি ভোটে জিতবেন তিনি। একটাও ভোট যদি কম পায়, তাহলে আমায় বলবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন, অন্য কাউকে দেখে নয়।" অর্জুন সিং-কে সরাসরি চ্যালেঞ্জ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেশকে প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ ছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। তাঁর কথাতেও তা প্রকাশ পেয়েছিল। বলেছিলেন, "একজন কাউন্সিলর ভোটে না জিতে মন্ত্রী হতে পারেন, আর আমি তো চারবারের বিধায়ক, লোকসভায় প্রার্থী হওয়ার দাবিদার হতেই পারি।" এরপরই গতকাল BJP-তে যোগ দেন অর্জুন সিং। BJP-তে যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমোকে সরাসরি আক্রমণ করেন তিনি। বলেন, "দেশের ভালো চান না মমতা বন্দ্যোপাধ্যায়। মা-মাটি-মানুষ এখন মানি মানি মানি।"
গতকাল মিমি, চৌধুরি মোহন জাটুয়াকে নিয়ে আমতলায় প্রচারে নামেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নির্বাচন ঘোষণা হয়ে গেছে প্রায় সাতদিন, কিন্তু BJP, কংগ্রেস, CPI(M)-র কোনও টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ৪২টি কেন্দ্রে প্রার্থী দিতে এরা হিমশিম খেয়ে যাচ্ছে। এরা হিংসা, বিভাজনে রয়েছে। কিন্তু আমরা মাঠে, ময়দানে আছি।"