পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলায় কেন্দ্র টাকা দেয় না, মমতার অভিযোগের পালটা দিলীপের - গঙ্গাসাগরে দিলীপ ঘোষ

Gangasagar Mela 2024: গঙ্গাসাগরে স্নান করে কপিলমুনির মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ ৷ মেলায় কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়া ও জাতীয় স্বীকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিয়ে কী বললেন বিজেপি সাংসদ ?

Etv Bharat
গঙ্গাসাগরে দিলীপ ঘোষ

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 1:39 PM IST

গঙ্গাসাগরে দিলীপ ঘোষ

গঙ্গাসাগর, 10 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলার জন্য রাজ্যকে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার ৷ গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার জবাব দিয়ে এ কথা বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

আজ গঙ্গাসাগরে গিয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । বুধবার সকালেই সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গাস্নান করেন তিনি । এরপর কপিলমুনির মন্দিরে পুজো দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি । এ দিন তিনি বলেন, "আগে গঙ্গাসাগরে আসা দুর্গম ছিল এখন রাস্তাঘাট হয়ে গিয়েছে ৷ আজ থেকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে যাবে । লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই মেলার সময় গঙ্গাসাগরে আসবেন । তীর্থযাত্রীরা এসে যাতে সুষ্ঠুভাবে গঙ্গাস্নান করে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা আমরা দেখে গেলাম ।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলেছেন ৷ সেই বিষয়ে দিলীপ এ দিন বলেন, "সকল রাজ্যের মেলাগুলি পরিচালনা করে সেই রাজ্য সরকার । কুম্ভমেলা আন্তর্জাতিক হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার তাতে আর্থিক সাহায্য করে । গঙ্গাসাগর মেলায় যদি সবরকম ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে কেন্দ্র সরকার সাহায্য করবে । এই মেলাতেও কেন্দ্র সরকার টাকা দিতে চায়, কিন্তু বিশ্বাস করে না তো এদের উপর ।"

কুম্ভমেলা স্বীকৃতি পাওয়ার পর গঙ্গাসাগর মেলাকেও জাতীয় স্বীকৃতি প্রদানের বিষয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, "মুখ্যমন্ত্রীর উচিত কুম্ভমেলাতে গিয়ে মেলার ব্যবস্থাপনা খতিয়ে দেখে আসা । এখনও গঙ্গাসাগর মেলায় দুর্ঘটনা ঘটে কিন্তু কুম্ভমেলাতে কোনও দুর্ঘটনা ঘটে না । কুম্ভমেলার ব্যবস্থা খতিয়ে দেখে এসে গঙ্গাসাগর মেলাতে সেই রকমভাবে ব্যবস্থা নিলে অবশ্যই গঙ্গাসাগর মেলাও আন্তর্জাতিক বা জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি পাবে ।"

এ দিকে, দিলীপ ঘোষ গঙ্গাসাগরে সব কর্মসূচি শেষ করে কলকাতা ফিরতেই আজ আবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এছাড়াও এ দিন সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মকরসংক্রান্তির আবহে গঙ্গাসাগরে রাজনৈতিক নেতাদের ঘনঘন যাতায়াত নিয়ে ওয়াকিবহল মহলের মত, 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে গঙ্গাসাগর মেলাও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শাসক ও বিরোধীরা ।

আরও পড়ুন :

  1. নিরাপত্তার চাদরে সেজে উঠেছে গঙ্গাসাগর মেলা, আজই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
  2. গঙ্গাসাগর মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুজিত বসু
  3. সপরিবারে গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন রাজ্যপাল, নজর নিরাপত্তায়

ABOUT THE AUTHOR

...view details