গঙ্গাসাগর, 10 জানুয়ারি: তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করে না বলেই গঙ্গাসাগর মেলার জন্য রাজ্যকে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার ৷ গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার জবাব দিয়ে এ কথা বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷
আজ গঙ্গাসাগরে গিয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । বুধবার সকালেই সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে গঙ্গাস্নান করেন তিনি । এরপর কপিলমুনির মন্দিরে পুজো দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি । এ দিন তিনি বলেন, "আগে গঙ্গাসাগরে আসা দুর্গম ছিল এখন রাস্তাঘাট হয়ে গিয়েছে ৷ আজ থেকে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়ে যাবে । লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই মেলার সময় গঙ্গাসাগরে আসবেন । তীর্থযাত্রীরা এসে যাতে সুষ্ঠুভাবে গঙ্গাস্নান করে বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা আমরা দেখে গেলাম ।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের অসহযোগিতার অভিযোগ তুলেছেন ৷ সেই বিষয়ে দিলীপ এ দিন বলেন, "সকল রাজ্যের মেলাগুলি পরিচালনা করে সেই রাজ্য সরকার । কুম্ভমেলা আন্তর্জাতিক হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার তাতে আর্থিক সাহায্য করে । গঙ্গাসাগর মেলায় যদি সবরকম ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে কেন্দ্র সরকার সাহায্য করবে । এই মেলাতেও কেন্দ্র সরকার টাকা দিতে চায়, কিন্তু বিশ্বাস করে না তো এদের উপর ।"