বাসন্তী, 19 সেপ্টেম্বর: বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ৷ আর পাঁচটা সরকারি কিংবা বেসরকারি প্রাথমিক স্কুলের মতো নয় এটি ৷ আশপাশের প্রাথমিক বা জুনিয়র হাইস্কুলগুলি পড়ুয়ার অভাবে যেখানে বন্ধ হতে বসেছে, সেখানে দক্ষিণ 24 পরগনার বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সংখ্যা প্রায় আড়াইশো ৷ আর স্কুলের পরিকাঠামো টক্কর দিতে পারে, যে কোনও বেসরকারি হাইটেক স্কুলকে ৷ আর এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগে ৷
সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম ৷ রেজিস্টারে পড়ুয়াদের উপস্থিতির রেকর্ড রাখার বদলে, তা একটি সার্ভারের মাধ্যমে স্টোর করা হচ্ছে ৷ এতে বছর শেষে প্রত্যেক পড়ুয়ার উপস্থিতির রেকর্ড সহজেই খুঁজে পাওয়া যাবে ৷ এর জন্য স্কুলের সকল পড়ুয়াদের দেওয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র ৷ প্রতিদিন স্কুলে ঢোকার সময় সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে ৷ তাহলেই পড়ুয়াদের উপস্থিতি স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে ৷
স্কুলের সার্ভারে তথ্য আপলোড হওয়ার পাশাপাশি, অভিভাবকদের মোবাইল ফোনেও এসএমএস-এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে ৷ সেই ব্যবস্থাপনাও রয়েছে ৷ ওই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের সার্ভারে অভিভাবকদের মোবাইল নম্বর রয়েছে ৷ পড়ুয়া কার্ড অ্যাটেন্ডেন্স মেশিনে ছোঁয়ানো মাত্র একটি মেসেজ সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইলে পৌঁছে যাবে ৷ এতে পড়ুয়ারা যে স্কুলে পৌঁছে গিয়েছে তার নিশ্চয়তা থাকবে অভিভাবকদের কাছে ৷ একইভাবে স্কুল ছুটির সময়ও পরিচয়পত্র ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমে ছোঁয়াতে হবে পড়ুয়াদের ৷ তখনও একইভাবে অভিভাবকদের মোবাইলে মেসেজ যাবে ৷ এর ফলে অভিভাবকরা জেনে যাবেন, তাঁদের বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে ৷ স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও ৷ এর ফলে স্কুলে সন্তানদের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকতে পারছেন প্রত্যেক বাবা-মা ৷