পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামালগাজিতে ‘দিদির দূত’ অভিষেক

শনিবার কামালগাজিতে জনসংযোগ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের৷ ‘দিদির দূত’ ট্য়াবলোয় চড়ে অংশ নিলেন পদযাত্রায় ৷ উদ্বোধন করলেন ‘দিদির দূত’ অ্য়াপ৷ এই অ্যাপটির মাধ্যমে আগামী দিনে তৃণমূলের সদস্যপদ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

Slogan from Abhishek Banerjee's road show in Sonarpur "Play will play"
কামালগাজিতে ‘দিদির দূত’ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়

By

Published : Feb 14, 2021, 3:02 PM IST

সোনারপুর, 14 ফেব্রুয়ারি: কামালগাজিতে ‘দিদির দূত’ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ করলেন রোড শো ৷ সুসজ্জিত ট্য়াবলোয় সওয়ার হয়েই সারলেন জনসংযোগ৷

শনিবার কুলপি বিধানসভার ঢোলাহাটের জনসভা শেষ করেই হেলিকপ্টারে কামালগাজির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সাংসদ তথা দলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটে নাগাদ কামালগাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠে পৌঁছয় তাঁর কপ্টার৷ এরপর দলের তরফে কামালগাজি মোড় থেকে সোনারপুর স্টেশন পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়৷ তাতে অংশ নেন অভিষেক৷ ‘দিদির দূত’ হিসাবে সুসজ্জিত ট্যাবলোয় সওয়ার হয়ে পাড়ি দেন সাত কিলোমিটারেরও বেশি রাস্তা৷ অভিষেককে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য় কর্মী ও সমর্থক৷ মূলত, সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে দিয়েই এগিয়ে চলে ‘দিদির দূত’ ট্যাবলো।

প্রায় ৪৫ মিনিট রোড শো করে ফিরে যান অভিষেক। রোড শো থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে মুখে স্লোগান ওঠে, ‘‘খেলা হবে, খেলা হবে’’। এদিনের পদযাত্রায় পা মেলান বিধায়ক জীবন মুখোপাধ্যায়, ফিরদৌসি বেগমের মতো নেতানেত্রীরা৷ উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার যুব সভাপতি শওকত মোল্লাও।

আরও পড়ুন:মেদিনীপুরের গরিমাকে হাতিয়ার, কাঁথি থেকে শুভেন্দুকে নিশানা অভিষেকের

এই পদযাত্রা পর ‘দিদির দৃত’ নামে একটি অ্যাপ-ও উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপটির মাধ্যমে আগামী দিনে তৃণমূলের সদস্যপদ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details