পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Diamond Harbour Municipality: কর্মী নিয়োগে কোনও দুর্নীতি হয়নি, দাবি ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যানের - ed investigation in municipal scam

রাজ্যে পৌরনিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে ডায়মন্ডহারবার পৌরসভারও ৷ ইডির নোটিশ মতো যাবতীয় নথিও তদন্তকারীদের পাঠিয়েছে এই পৌরসভা ৷ তবে বর্তমান পৌর চেয়ারম্যানের দাবি, কোনও দুর্নীতি হয়নি ৷

ETV Bharat
ডায়মন্ড হারবার পৌরসভা

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 10:44 PM IST

ডায়মন্ডহারবার পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য

ডায়মন্ড হারবার, 30 অগষ্ট:নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের গ্রেফতারির পর রাজ্যের একাধিক পৌরসভার সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভারও নাম জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে । নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ডায়মন্ডহারবার পৌরসভাকে নোটিশও দেয় । তদন্তের স্বার্থে গত সপ্তাহে ডায়মন্ডহারবার পৌরসভার কাছ থেকে নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । সেই নোটিস অনুযায়ী এবার সব তথ্য পাঠাল পৌরসভা । তবে বর্তমান পৌর চেয়ারম্যানের দাবি, নিয়োগে কোনও দুর্নীতি হয়নি ৷

এই বিষয়ে ডায়মন্ডহারবার পৌরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন, "যেসময় কর্মীর নিয়োগ হয়েছিল সেই সময় আমি চেয়ারম্যান ছিলাম না এবং আমি ওই নিয়োগ বোর্ডের সদস্যও ছিলাম না । যার ফলে আমি এই সংক্রান্ত বিষয়ে কিছু জানি না । কিন্তু আমি জানি যে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে । তদন্তের স্বার্থে ও আদালতের নির্দেশে আমরা সমস্ত নথি পাঠিয়ে দিয়েছি । ডায়মন্ডহারবার পৌরসভা এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করবে । আমি চাই দোষীরা শাস্তি পাক ।" রাজ্যের পৌরসভাগুলিতেও নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল । তদন্তে নেমে প্রমোটার অয়ন শীলের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু নথি পায় কেন্দ্রীয় সংস্থা । সেই নথি গুলি ঘেঁটেই পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির গন্ধ পায় ইডি। এই সকল পৌরসভার মধ্যে অন্যতম হল ডায়মন্ডহারবার পৌরসভা ।

পৌরসভা সূত্রে খবর, ইডির নোটিসে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথির পাশাপাশি কতজনকে নিয়োগ করা হয়েছিল ও তাঁদের নাম-সহ সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল । পৌরসভার পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত সেই সমস্ত তথ্য ইডিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস । তবে নিয়োগ দুর্নীতির কথা মানেননি তিনি । ইডি সূত্রের খবর, 2016 সালে ডায়মন্ড হারবার পৌরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 16 জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাত দেওয়া হয়েছিল অয়ন শীলের সংস্থাকে । তবে অয়ন শীলকে চিনতেন না বলেই দাবি পুরসভার তৎকালীন চেয়ারম্যানের । পুরসভার ব্যবস্থাপনায় ওই বছরই পরীক্ষা নেওয়া হয় । সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এই সংস্থাকে নির্বাচন করেছিল পৌরসভা। স্বচ্ছভাবে নিয়োগের জন্য চেয়ারম্যানের নেতৃত্বে চারজনের একটি কমিটি গঠন করা হয়েছিল । 2017 সালে 16 জনকে নিয়োগ করে পৌরসভা। 16 জনের মধ্যে তিনজন বহিরাগত হলেও বাকিরা ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: সিবিআই তলবে ভীত নন, তবে পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সুজিত বসু

নিয়োগ হওয়া চাকরি প্রার্থীদের অধিকাংশই আগে থেকেই পৌরসভার অস্থায়ী কর্মী ছিলেন বলে জানা গিয়েছে । তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হালদার । তিনি বলেন, "ডায়মন্ড হারবার পৌরসভার কর্মী নিয়োগের সময় সম্পূর্ণ প্রক্রিয়ার দায়িত্বভার একটি সংস্থাকে দেয়া হয় । সেই সংস্থা অয়ন শীলের সংস্থা কি না, আমি জানি না । আমি অয়ন শীলকে চিনিও না । সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সুসম্পন্ন হয়েছে । এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভা কোন ভাবেই যুক্ত নয় । আমি চাই তদন্তের স্বার্থে প্রয়োজন হলে যে সকল কর্মীরা নিয়োগ হয়েছে তাদেরকে এসে জিজ্ঞাসা করুক কেন্দ্রীয় সংস্থা । তারা কি অয়ন শীলকে চেনেন, তা তারা ভালো বলতে পারবেন ।

ABOUT THE AUTHOR

...view details