ডায়মন্ড হারবার, 5 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Effect) জেরে আবহাওয়ার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার এমপি কাপের উদ্বোধনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল ৷ আজ অর্থাৎ, 5 ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট 128টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন হওয়ার কথা ছিল ৷ কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে 4 ডিসেম্বর এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে (Diamond Harbour MP Cup 2021 Postponed) ৷ বদলে আগামী 10 ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের উদ্বোধন করবেন ৷ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2017 সাল থেকে এই এমপি কাপের আয়োজন করা হচ্ছে ৷ 30 ডিসেম্বর বাটানগর নিউল্যান্ড স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল হওয়ার কথা ৷
2017 সাল থেকে তাঁর লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাকে নিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার শুরু করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, করোনার জেরে গত বছর এই প্রতিযোগিতা বন্ধ রাখা হয় ৷ এ বার কোভিডবিধি মেনে 2021এ ফের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে (Diamond Harbour MP Cup Football Tournament 2021) ৷ টানা এক মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা ৷ 5 ডিসেম্বর অর্থাৎ, আজ থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আবহাওয়ার অবনতি হওয়ায় উদ্বোধন থেকে শুরু করে খেলা সবই পিছিয়ে দেওয়া হয়েছে ৷