ডায়মন্ড হারবার, 19 এপ্রিল : রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত বাংলা । জেলাগুলিতে শুরু হয়েছে জোরকদমে ভ্যাকসিন দেওয়ার কাজ । অনেক জায়গাতে পর্যাপ্ত ভ্যাকসিন না মেলার অভিযোগ উঠলেও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিত্যদিন গড়ে 250 থেকে 500 জনকে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । ইতিমধ্যেই প্রায় 10 হাজারের বেশি মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন ।
মেডিকেল কলেজের একাডেমিক ভবনেই চলছে ভ্যাকসিন দেওয়ার কাজ । কমিউনিটি মেডিসিন বিভাগের তত্বাবধানেই এই কাজ চলছে বলে হাসপাতাল সূত্রে খবর । প্রসঙ্গত, গত বছরেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ চত্বরেই তৈরি করা হয় পূর্ণমাত্রায় কোভিড হাসপাতাল । 61 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে নতুন করে ভর্তি রয়েছেন 53 জন ।