ডায়মন্ড হারবার, 30 মে: 2014 সালে মিষ্টি ব্যবসায়ীকে খুনের ঘটনায় প্রায় 9 বছর পর আজ মঙ্গলবার 7 দোষীকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত ৷ ঘটনার সূত্রপাত 2014 সালের 29 মার্চ শনিবার ৷ দক্ষিণ 24 পরগনার ফলতার সাধুরহাটের মোড়ে অবস্থিত একটি মিষ্টির দোকানে রাত সাড়ে ন'টা নাগাদ ক্রেতা সেজে ঢুকে দই খেয়ে 6 জন দুষ্কৃতী দোকান মালিক কার্তিক ঘোষকে গুলি করে কুপিয়ে খুন করে ৷ খবর পেয়ে তদন্ত নামে দক্ষিণ 24 পরগনা পুলিশ জেলা ৷ দোকানের সিসিটিভির ফুটেজ দেখে পরেরদিনই দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা ফলতার তেলিয়া গ্রাম থেকে কাদের শেখ, মথুরাপুরের লালপুর গ্রাম থেকে মুজফ্ফর মিস্ত্রি ও সেলিম মিস্ত্রি, রামনগরের বাংলা গ্রাম থেকে আখতার মোল্লা ও ডায়মন্ড হারবারের আমিরা গ্রাম থেকে সাহদাত পাইক নামে পাঁচজনকে গ্রেফতার করে ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে আরও 4 জনকে অর্থাৎ এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করে । এর মধ্যে একজন আসামী বিচার চলাকালীন মারা যায়। জিজ্ঞাসাবাদে ধৃতেরা অপরাধের কথা স্বীকার করে জানায়, ওই মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে আর্থিক কারণে বিবাদের জেরে স্থানীয় এক ব্যবসায়ী তাদের খুনের জন্য 'সুপারি' দেয় । তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুজফ্ফর কার্তিককে গুলি করছে । তারপরে কাদের চপার দিয়ে কোপায় । এর পিছনে কারণ হিসেবে তদন্তকারীরা জানান, মাসখানেক আগে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কার্তিক। ওই ব্যবসায়ী মাসখানেক আগে তাঁকে খুনের হুমকি দেন । কাদের ফলতার দুষ্কৃতী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ফলতা থানায় ব্যাঙ্ক ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনার মাসছয়েক আগে সে জেল থেকে ছাড়া পেয়েছিল ।
কাদের কবুল করে, ওই ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করেছিলেন । কার্তিককে খুনের জন্য কাদের-সহ 6 জনকে এক লক্ষ 80 হাজার টাকা দেওয়ার কথা দেওয়া হয়েছিল । অগ্রিম 19 হাজার টাকা দেওয়া হয় কাদেরকে। এই খুনের ঘটনায় মঙ্গলবার 8 আসামীকে সাজা শোনায় ডায়মন্ড হারবার মহকুমা আদালত। এর মধ্যে কাদের শেখ বিচার চলাকালীন মারা যায় । বাকি 8 জন অভিযুক্তদের মধ্যে রয়েছে আকবর উদ্দিন মোল্লা, সাহজাদ পাইক, মুজাফ্ফর মিস্ত্রি, সহদেব আলি শেখ, উত্তম দলুই, সাইদুল সেখ, রাজা খান, সেলিম মিস্ত্রি এই আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ফলতা থানার পুলিশ । মঙ্গলবার 8 জনের মধ্যে সাতজনকে আমৃত্যু কারাদণ্ড ও রাজা খানকে 14 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে ডায়মন্ড হারবার মহকুমা আদালত ।