কলকাতা, 8 নভেম্বর: জঙ্গিরা কি ক্রমশ বাংলায় গোপনে জাল বিস্তার করছে ? এই প্রশ্নই ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে ৷ কারণ, গত চার মাসে জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান হিসেবে কাজ করার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ ৷ যার মধ্যে গত শনিবার থেকে রবিবারের মধ্যে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) গোয়েন্দারা গ্রেফতার করেছেন দু’জনকে ৷ ঘটনাচক্রে ধৃতরা প্রত্য়েকেই আল কায়দা (Al Qaeda) ইন দ্য় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস (AQIS)-এর সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ ৷
গত 5 নভেম্বর দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের একজন আজিজুল হক পেশায় শিক্ষক এবং দ্বিতীয়জন মনিরুদ্দিন খান স্থানীয় বারাসত কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ৷ আজিজুলের কাছেই পড়ত মনিরুদ্দিন ৷ তাদের জেরা করে এসটিএফের গোয়েন্দারা জানতে পেরেছেন যে মথুরাপুর এলাকায় একিউআইএসের নতুন মডিউল তৈরি করতে চাইছিল ৷