সোনারপুর, 7 জুলাই : স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও এক রোগীর দেহ আটকে পরিবারের থেকে 42 হাজার টাকা চাওয়ার অভিযোগ সোনারপুরের এক নার্সিংহোমের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, সোনারপুর জগদীশপুরের বাসিন্দা 76 বছরের বৃদ্ধ জন্মেজয় মণ্ডল স্বাস্থ্য সাথীর কার্ডে ভর্তি হয়েছিলেন ওই নার্সিংহোম ৷ কিন্তু, তিনি গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ জন্মেজয়বাবুর মৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ আজ সকালে দেহ আনতে গেলে পরিবারের কাছে 42 হাজার টাকা চাওয়া হয় নার্সিংহোমের তরফে ৷ সেই টাকা দিতে না পারায় দেহ আটকে রাখে ওই নার্সিংহোম ৷
জানা গিয়েছে, 76 বছরের জন্মেজয় মণ্ডল মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে যাদবপুরে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে স্বাস্থ্য সাথীর কার্ডের সুবিধা না থাকায় জন্মেজয়বাবুকে সোনারপুরের কালিকাপুর এলাকার এক নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করায় পরিবারের সদস্যরা ৷ সেখানে তাঁকে স্বাস্থ্য সাথীর কার্ডে ভর্তি নেয় নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ তবে, বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য আলাদা সাড়ে সাত হাজার টাকা দিতে হয় পরিবারকে ৷ সেই টাকা নগদেই মিটিয়ে দেওয়া হয় ৷