পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Deer in Village: গ্রামের গবাদি পশুর সঙ্গে সস্নেহে বেড়ে উঠছে হরিণ

পাথরপ্রতিমা ব্লকের জি প্লট অঞ্চল (Deer in Village) ৷ এখানে গেলে দেখতে পাবেন গ্রামের অন্যান্য গবাদি পশুদের সঙ্গে কেমন ভাব জমিয়ে চড়ছে হরিণ ৷ কয়েক বছর ধরে গরু ও ছাগলের সঙ্গে হরিণের এমনই সহাবস্থান দেখছেন স্থানীয়রা ৷

ETV Bharat
গ্রামে ঘুরে বেড়াচ্ছে হরিণ

By

Published : Jan 9, 2023, 2:30 PM IST

পাথরপ্রতিমার গ্রামে ঘুরে বেড়াচ্ছে হরিণ

পাথরপ্রতিমা, 9 জানুয়ারি: ঘূর্ণিঝড় ইয়াসের সময় জঙ্গলের বাসস্থান হারিয়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণ শাবক । সেই থেকেই বাকি গবাদি পশুদের সঙ্গে গ্রামবাসীরা তাকে লালন পালন করছেন ৷ রাতের বেলা জঙ্গলে চলে যায় আবার ভোরের আলো ফুটলে গ্রামে চলে আসে ৷ এরপর সারাদিন গ্রামে গবাদি পশুদের সঙ্গে খেলাধূলা করে আবার সন্ধ্যার সময় ফিরে যায় জঙ্গলে ।

এমনই দৃশ্য দেখা যায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি প্লট অঞ্চলের তটের বাজার এলাকায় (Deer Play With Other Domestic Animal at Patharpratima Village) ৷ তিন থেকে চার বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ে এই হরিণ শিশু বিপর্যস্ত হয়ে এসে পড়ে তটের বাজার এলাকার এই গ্রামে । গ্রামের মানুষরা সস্নেহে হরিণ শিশুটিকে দুধ, জল ও ঘাস খেতে দেন ৷ হরিণটি স্থানীয়দের পোষা গরু, ছাগলদের সঙ্গে খেলা করে ৷ কখনও কখনও গোয়ালে ঢুকে খাবার খেতে শুরু করে ৷ মানুষ পাতা হাতে নিয়ে ডাকলে তা খেতে ছুটে আসে ৷ গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসে ৷

এই বিষয়ে এক গ্রামবাসী বলেন,"ইয়াস ঘূর্ণিঝড়ের সময় জঙ্গল থেকে একটি হরিণ শাবক আমাদের গ্রামে চলে আসে ৷ আমাদের গবাদি পশুদের সঙ্গেই তাকেও লালন পালন করি ৷ এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে ৷ বেশ কয়েকবছর হয়ে গেল হরিণটি আমাদের গ্রামে রয়েছে ৷ কখনও ঘাস বা গাছের পাতা খেতে দিই ওকে ৷ ডাকলেই আমাদের কাছে চলে আসে ৷ আমরা সকলেই হরিণটিকে খুব ভালোবাসি ৷ এভাবে লোকালয়ে হরিণ চড়তে তো দেখা যায় না ৷ আমাদের ভীষণ ভালো লাগে হরিণটিকে দেখতে ৷"

আরও পড়ুন :বাঘের মুখ থেকে পালিয়ে গোসাবায় লোকালয়ে হরিণ

ABOUT THE AUTHOR

...view details