পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader in Controversy : পুলিশের সামনেই জমি দখলে বাধা দেওয়ায় মহিলাকে গুলি করার হুমকি, বিতর্কে তৃণমূল নেতা - TMC Leader in Controversy

ভাঙড় 1নং ব্লকের তৃণমূল সভাপতির এক মহিলাকে দেওয়া খুনের হুমকির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Death threatening video by TMC leader goes viral in Bhangar) ৷

TMC Leader in Controversy
জমি দখলে বাধা দেওয়ায় মহিলাকে গুলি করে দেওয়ার হুমকি, বিতর্কে তৃণমূল নেতা

By

Published : Apr 20, 2022, 12:41 PM IST

ভাঙড়, 20 এপ্রিল : দেহরক্ষী এবং ভাঙড় থানার পুলিশকে পাশে নিয়ে এক মহিলাকে গুলি করে খুনের হুমকি ৷ বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। ভাঙড় 1নং ব্লকের তৃণমূল সভাপতির খুনের এই হুমকি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Death threatening video by TMC leader goes viral in Bhangar) ৷ ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা তন্দ্রা দাসের প্রায় সাড়ে 14 বিঘা পৈতৃক সম্পত্তি রয়েছে ৷ যেখানে একটি বাচ্ছাদের স্কুলও ছিল ৷ অভিযোগ, সম্প্রতি সেই স্কুল ভেঙে সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন তৃণমূল নেতা শাহজাহান মোল্লা ৷

সম্পত্তি জবরদখলের চেষ্টা আটকাতে গিয়ে আক্রান্ত হতে হয় মহিলাকে ৷ বাদ যাননি তাঁর বৃদ্ধা মা-ও ৷ সম্প্রতি এলাকায় ওই নেতাকে দেখে প্রতিবাদের সুর চড়ান আক্রান্ত মহিলা ৷ তারই পরিপ্রেক্ষিতে তাঁকে খুনের হুমকি দেন তৃণমূল নেতা ৷ সে সময় তাঁকে ঘিরে ছিলেন পুলিশ কর্মীরাও ৷ অথচ পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূল নেতার বিরুদ্ধে কোনওরকম অভিযোগ নিতে অস্বীকার করে ৷ ঘটনার আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবার। জমিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে মহিলা এবং তাঁর পরিবারকে শাসিয়ে গিয়েছে পুলিশও ৷

আরও পড়ুন : ইঞ্জিনিয়ারকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে পেটাচ্ছেন পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিয়ো

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এমন ঘটনা রাজ্যে প্রায়ই ঘটছে ৷ পুলিশের বলে বলীয়ান হয়েই নেতারা এইসব কাজ করছে ৷ নেতা-পুলিশ-তোলাবাজ সব এক হয়ে গিয়েছে।'' বিজেপি নেতা সুনীপ দাস জানান, মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পুলিশের সামনেই মহিলাকে গুলি করার হুমকি, অথচ পুলিশ নিশ্চুপ। যদিও অভিযুক্ত তৃণমুল নেতা শাহাজাহান মোল্লা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details