ভাঙড়, 20 এপ্রিল : দেহরক্ষী এবং ভাঙড় থানার পুলিশকে পাশে নিয়ে এক মহিলাকে গুলি করে খুনের হুমকি ৷ বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা। ভাঙড় 1নং ব্লকের তৃণমূল সভাপতির খুনের এই হুমকি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Death threatening video by TMC leader goes viral in Bhangar) ৷ ভাঙড়ের চন্দনেশ্বর এলাকার বাসিন্দা তন্দ্রা দাসের প্রায় সাড়ে 14 বিঘা পৈতৃক সম্পত্তি রয়েছে ৷ যেখানে একটি বাচ্ছাদের স্কুলও ছিল ৷ অভিযোগ, সম্প্রতি সেই স্কুল ভেঙে সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন তৃণমূল নেতা শাহজাহান মোল্লা ৷
সম্পত্তি জবরদখলের চেষ্টা আটকাতে গিয়ে আক্রান্ত হতে হয় মহিলাকে ৷ বাদ যাননি তাঁর বৃদ্ধা মা-ও ৷ সম্প্রতি এলাকায় ওই নেতাকে দেখে প্রতিবাদের সুর চড়ান আক্রান্ত মহিলা ৷ তারই পরিপ্রেক্ষিতে তাঁকে খুনের হুমকি দেন তৃণমূল নেতা ৷ সে সময় তাঁকে ঘিরে ছিলেন পুলিশ কর্মীরাও ৷ অথচ পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূল নেতার বিরুদ্ধে কোনওরকম অভিযোগ নিতে অস্বীকার করে ৷ ঘটনার আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবার। জমিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে মহিলা এবং তাঁর পরিবারকে শাসিয়ে গিয়েছে পুলিশও ৷