কাকদ্বীপ, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ৷ শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পেশের প্রক্রিয়াও ৷ এরই মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপিকে হুমকি দিয়ে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে ৷ মনোনয়ন পেশ করলে বা বিজেপির হয়ে প্রচার করলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাঁকে ৷ জানা গিয়েছে, পোস্টারগুলিতে কোনও দল বা ব্যক্তির নাম নেই ৷ তবে, এই কাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের অভিযোগ ভোটের আবহে পরিস্থিতি উত্তপ্ত করতে বিজেপিই এসব করছে ৷
স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, ওই পোস্টারগুলিতে তাদের নেতা-কর্মীদের খুনের হুমকি দেওয়া হয়েছে ৷ নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির মণ্ডল সভাপতি মেঘনাদ দেবশর্মার নাম ওই পোস্টারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ৷ কোনও বিরোধী প্রার্থীর হয়ে তাঁকে প্রচার করতে দেখা গেলে, তাঁকে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ এমনকি বিজেপি নেতা-কর্মীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে ৷ আর বোমাবাজি, মারধরের মতো হুমকির বিষয়গুলিও রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব ৷