পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: কাকদ্বীপের পঞ্চায়েতে বিজেপি প্রার্থী ও নেতাদের খুনের হুমকি পোস্টারে - পঞ্চায়েতের নির্ঘণ্ট

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই শুরু রাজনৈতিক সংঘর্ষ ৷ তবে, কাকদ্বীপে সরাসরি সংঘর্ষ হয়নি ৷ নেতাজি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী এবং নেতাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023

By

Published : Jun 10, 2023, 5:08 PM IST

নেতাজি গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রার্থী এবং নেতাদের প্রাণে মারার হুমকি

কাকদ্বীপ, 10 জুন: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ৷ শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পেশের প্রক্রিয়াও ৷ এরই মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপিকে হুমকি দিয়ে পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে ৷ মনোনয়ন পেশ করলে বা বিজেপির হয়ে প্রচার করলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তাঁকে ৷ জানা গিয়েছে, পোস্টারগুলিতে কোনও দল বা ব্যক্তির নাম নেই ৷ তবে, এই কাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বলে অভিযোগ করেছে তৃণমূল ৷ পালটা তৃণমূলের অভিযোগ ভোটের আবহে পরিস্থিতি উত্তপ্ত করতে বিজেপিই এসব করছে ৷

স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, ওই পোস্টারগুলিতে তাদের নেতা-কর্মীদের খুনের হুমকি দেওয়া হয়েছে ৷ নেতাজি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির মণ্ডল সভাপতি মেঘনাদ দেবশর্মার নাম ওই পোস্টারে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ৷ কোনও বিরোধী প্রার্থীর হয়ে তাঁকে প্রচার করতে দেখা গেলে, তাঁকে গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ এমনকি বিজেপি নেতা-কর্মীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে ওই পোস্টারগুলিতে ৷ আর বোমাবাজি, মারধরের মতো হুমকির বিষয়গুলিও রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব ৷

এই পোস্টারগুলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নেতাজি গ্রামপঞ্চায়েত এলাকায় ৷ ইতিমধ্যেই ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা মেঘনাদ দেবশর্মা বলেন, “আমার মাথা কেটে নিয়ে বল খেলা হবে ৷ এই হুমকি দেওয়া হয়েছে পোস্টারে ৷ খুবই আতঙ্কে আছি ৷ ঢোলাহাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি ৷ পুলিশ কথা দিয়েছে তদন্ত করবে ৷ আমরা আশা রাখব তদন্ত সঠিক পথেই হবে ৷”

আরও পড়ুন:কংগ্রেস কর্মী খুনে রাজ্যপালকে চিঠি অধীরের, শুভেন্দুর টুইট 'এই তো শুরু'

তবে, এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তারা জানেন না বলে দাবি করেছেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ৷ তিনি বলেন, ‘‘আমি এই বিষয় সম্পর্কে কোন কিছু জানি না ৷ আমি এই প্রথম আপনাদের মাধ্যমে এই কথা শুনলাম ৷ বিরোধীরা যদি জানে কে এমন পোস্টার ফেলেছে ৷ তাহলে থানায় নির্দিষ্ট ব্যক্তির নামে অভিযোগ দায়ের করুক ৷ গতবারই ওই অঞ্চলে বিজেপি প্রার্থী দিয়েছিল ৷ এবারেও প্রার্থী দেবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details