ডায়মন্ড হারবার, 18 ডিসেম্বর : গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে হাঁটলে প্রায়ই চোখে পড়ে ছোট ছোট গুল্মজাতীয় গাছ ৷ অনেকেই এই গুল্মজাতীয় গাছের নাম জানেন না ৷ সেই প্রাণঘাতী গুল্মজাতীয় আগাছা (Deadly Parthenium Weed) এবার গজিয়ে উঠেছে ডায়মন্ডহারবারের বেশ কিছু এলাকায় ৷ আগাছাটির নাম পার্থেনিয়াম ৷ 100 দিনের প্রকল্পের মাধ্যমে পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হলেও, তা সফল হয়নি ৷ তাই এ বার চিন্তায় ডায়মন্ডহারবার ব্লক প্রশাসন (Deadly Parthenium Weed is Concern for Diamond Harbour Administration) ৷
সম্প্রতি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ডহারবারে বেশ কিছু এলাকায় ছেয়ে গেছে এই আগাছ ৷ প্রশাসন উদ্যোগ নিয়ে আগাছা পরিষ্কার করার চেষ্টা করলেও, বারবার গজিয়ে যাচ্ছে সেগুলি ৷ এ নিয়ে চিকিৎসক আকবর হোসেন মণ্ডল জানান, ‘‘এই গাছটি ক্ষতিকারক ৷ বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত ‘সেক্সটার্পিন ল্যাকটন’, যার অত্যন্ত ক্ষতিকারক বিষাক্ত পদার্থ ‘পার্থেনিন’ ৷ এ ছাড়াও এর মধ্যে থাকা বিষাক্ত পদার্থগুলি হল ক্যাফেইক অ্যাসিড, পি অ্যানিসিক অ্যাসিড প্রভৃতি ৷ এর ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট ও জ্বর হয় ৷ ক্ষতস্থানে রক্তের সাথে মিশে চর্ম রোগ হতে পারে ৷ চামড়ায় এর রস লাগলে সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে ৷ গরু এই আগাছাগুলি খেলে তার অন্ত্রে ঘা হয় ৷ দুধ উৎপাদন ক্ষমতাও কমে যায় ৷ ফুলের রেণু সবজি উৎপাদন ব্যাহত করে ৷ এমনকি মাটিতে নাইট্রোজেনের পরিমাণও কমিয়ে দেয় ৷’’