বারুইপুর, 13 জুলাই : এক তান্ত্রিকের ঘর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ । বারুইপুর থানার রামকৃষ্ণ পল্লির ঘটনা । খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ।
বারুইপুরে তান্ত্রিকের ঘর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ - death
বারুইপুরে এক তান্ত্রিকের ঘর থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ । স্থানীয়দের অনুমান, তন্ত্র সাধনার জন্যই হত্যা করা হয়েছে ওই ব্যক্তিকে ।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় ওই তান্ত্রিকের ছেলে বাড়ি এসে বিছানায় রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে। তা দেখে সে নাকি আশপাশের লোকেদের বিষয়টি জানায়। এরপর সেখানে জড়ো হন আশপাশের বাসিন্দারা। মৃতদেহটি তোশক দিয়ে ঢাকা ছিল। মুখে চাপা দেওয়া ছিল বালিশ। তাঁদের অনুমান, তন্ত্র সাধনার জন্যই ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে । স্থানীয় বাসিন্দা রাজা মিত্র বলেন, সকালে তান্ত্রিকের সঙ্গে এক মহিলা এসেছিল । পরে ওই ব্যক্তি আসেন ।
মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ । পরে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ওই তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর থেকে তার ছেলেও পলাতক।