ডায়মন্ড হারবার, 4 সেপ্টেম্বর: দিনের পর দিন রাস্তায় বেড়ে চলেছে অবৈধ যানবাহনের সংখ্যা ৷ আর তার জেরে যাত্রী কমছে বিভিন্ন বেসরকারি বাসে । ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বেসরকারি বাসের মালিকদের। এছাড়াও রয়েছে পুলিশি জুলুমের অভিযোগ। বারবার আরটিও-কে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । এমনই কয়েকটি দাবিকে সামনে রেখে সোমবার থেকে তিনদিনের বাস ধর্মঘটে নেমেছে দক্ষিণ 24 পরগনার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।
দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবনের মোট 10টি রুটের বাস সোমবার থেকে বন্ধ রেখেছেন বাস মালিকরা । আর সপ্তাহের শুরুতেই বাস ধর্মঘটের প্রথম দিনে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বেসরকারি বাস রাস্তায় না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। হাতেগোনা কয়েকটি সরকারি বাস চলছে। তাতে বাদুড়ঝোলা ভিড় । এই বিষয়ে এক নিত্যযাত্রী বলেন, "দশটা থেকে অফিস ৷ আর সকাল থেকেই রাস্তায় দেখা মিলছে না বেসরকারি বাসের । কীভাবে অফিসে পৌঁছব তা বুঝে উঠতে পারছি না । অফিসে ঠিক টাইমে না পৌঁছালে মাইনেও কাটা যাবে । এই ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছি আমরা ।"