সোনারপুর, 23 জুন :করোনা আবহে রাজ্য সরকারের ঘোষণা মতো গণপরিবহণ পুরোপুরি স্তব্ধ । জরুরি পরিষেবা ছাড়া কোনও প্রকার যানবাহনের দেখা রাস্তায় মিলছে না । এদিকে রাজ্য সরকারের নির্দেশে খুলে গিয়েছে বহু অফিস ৷ কিন্তু গণপরিবহণ না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ এর প্রতিবাদেই আজ সোনারপুর স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার নিত্যযাত্রীরা ৷
দক্ষিণ 24 পরগনার বেশির ভাগ বাসিন্দারই যাতায়াতের সহজতম মাধ্যম ট্রেন ৷ রাজ্যে বিশেষ করোনা বিধিনিষেধ থাকায় কার্যত স্তব্ধ গণপরিবহণ ৷ জরুরি পরিষেবার যুক্ত এবং স্টাফদের জন্য চলছে হাতে গোনা কয়েকটি ট্রেন ৷ আর এতেই ক্ষুব্ধ সোনারপুরের বাসিন্দারা ৷ তাদের দাবি, শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন নয়, আগের মতোই চালু করতে হবে সমস্ত লোকাল ট্রেন ৷