সুন্দরবন, 26 মে : ঘূর্ণিঝড় যশের দাপট কমতে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন নদী বাঁধ মেরামত হাত লাগাল স্থানীয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা । ইতিমধ্যেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করেছে । উপকূল সংলগ্ন এলাকায় নদীগুলি সকাল থেকেই তাঁদের রুদ্র রূপ ধারণ করেছিল ।
সুন্দরবনের কোথাও বাঁধ উপচে জল ঢুকেছে গ্রামের মধ্যে । কোথাও আবার বাঁধের বিস্তীর্ণ অংশ জলের তোড়ে ভেঙে গিয়ে বানভাসি করেছে গোটা এলাকা । নদীর জলের স্তর একটু কমতেই তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজে নেমে পড়েছে স্থানীয় প্রশাসন ।