কলকাতা, 26 সেপ্টেম্বর : আজ ঘূর্ণিঝড় 'গুলাব' আছড়ে পড়বে ওড়িশা-অন্ধ্র উপকূলের কলিঙ্গপত্তনমে ৷ তবে তার সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে ৷ তবে প্রবল ঝড় এবং বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ৷ গতকাল এমনই জানিয়েছেন কলকাতা আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস ৷ 28 এবং 29 সেপ্টেম্বর আবহাওয়া খারাপ হবে কলকাতা এবং পাশ্ববর্তী জেলায় ৷
আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস বলেন, "এই মুহূর্তে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব এবং উত্তর-মধ্যভাগে ৷ তার ফলে আগামী 28 তারিখ প্রবল বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,হাওড়া এবং হুগলি জেলায় ৷" ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে ঘূর্ণিঝড় 'গুলাব' পশ্চিমবঙ্গে পৌঁছোতে অনেকটাই শক্তি হারিয়ে ফেলবে ৷