পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Forecast of Cyclone : ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, প্রস্তুতি সারছে প্রশাসন - Forecast of Cyclone

মে মাসেই আয়লা, ইয়াস, আমফানের তাণ্ডব দেখেছে বাংলা । চলতি মাসের প্রথম সপ্তাহে সুন্দরবনে ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় । এই পূর্বাভাসের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন (Administration of South 24 Paraganas is preparing for the upcoming Disaster) ।

Forecast of Cyclone in South 24 Pgs
প্রস্তুতি সারছে প্রশাসন

By

Published : May 3, 2022, 4:08 PM IST

নামখানা, 3 মে : মে মাসের প্রথম সপ্তাহে সুন্দরবনে ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় । আবহাওয়া দফতরের এই পূর্বাভাসের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন । কীভাবে বিপর্যয় মোকাবিলা করা সম্ভব, তারই প্রস্তুতি চলছে দক্ষিণ 24 পরগণার সাগর ব্লক অফিসে । আবহবিদদের দাবি, নিম্নচাপ এগোবে বঙ্গোপসাগর অভিমুখে । ফলে নিম্নচাপের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে (Administration of South 24 Paraganas is preparing for the upcoming Disaster) ।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সেচ, বিদ্যুৎ, কৃষি দফতরের আধিকারিকরাও ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও, বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর ও গঙ্গাসাগর উপকূল থানার ওসি-সহ পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিরা ।

এদিনের বৈঠকে দুর্বল নদী ও সমুদ্র বাঁধ মেরামতির ওপর জোর দেওয়া হয়েছে । এছাড়া বিপর্যয়ের আগাম প্রস্তুতি হিসেবে কী কী করণীয় তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সমানভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে ।

আরও পড়ুন : আয়লা-আমফানের পর যশের ধ্বংসলীলা, অন্ধকারে সুন্দরবনের ভবিষ্যত্

আবহাওয়াবিদদের মতে, এই মে মাস ঘূর্ণিঝড়ের তৈরি হওয়ার পক্ষে উপযুক্ত । 2009 সালে আয়লা শুরু করে গত বছরে ইয়াসের তাণ্ডব দেখেছে বাংলা । প্রতিবারই ধ্বংস হয়ে গিয়েছে ঘরবাড়ি, চাষের জমি । এখনও টাটকা আমফান, ইয়াসের ক্ষত ৷ ফলে দফায় দফায় বৈঠক হলেও ফের ভয়বহতার মুখোমুখি হতে পারেন গ্রামবাসীরা ৷ ফলে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছে উপকূলের বাসিন্দাদের ।

ABOUT THE AUTHOR

...view details