দক্ষিণ 24 পরগনা , 4 এপ্রিল: সাইকেল ও বাইকের ধাক্কায় মৃত 2 ও গুরুতর আহত 3 (Cycle And Bike Accident) ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার জেলার হোটর কাঠালবেড়িয়া স্কুলের কাছে ৷ মৃতদের নাম সুরজ যাদব ও সুরজিৎ বৈদ্য ৷ আহতরা হলেন সুশীল সরদার, দিবাকর মণ্ডল ও রমেশ মণ্ডল।
স্থানীয় সূত্রে খবর, রবিবার কাঠালবেড়িয়া স্কুল মাঠে যাত্রা হচ্ছিল ৷ সেখানে যাত্রা দেখতে গিয়েছিলেন হোটর নিবাসী রমেশ মণ্ডল, দিবাকর মণ্ডল ও সুশীল সরদার। তাঁরা যাত্রা দেখে দুটি সাইকেলে বাড়ি ফিরছিলেন। স্কুল মাঠ থেকে বেরিয়ে রাস্তার কিছুটা আসার পর উল্টো দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে এসে প্রথমে দিবাকর মণ্ডল ও রমেশ মণ্ডলের সাইকেলে ধাক্কা মারে ও পরে সুশীল সরদারের সাইকেলে ধাক্কা মারে। সাইকেল আরোহীরা পড়ে যান রাস্তায়। বাইক আরোহী দু‘জন সুরজ ও সুরজিৎ বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন।