পাথরপ্রতিমা, 29 মে : যশ আর পূর্ণিমার ভরা কোটালের জেরে সুন্দরবনের নদীতে ব্যাপক মাত্রায় জলস্ফীতিতে প্লাবিত হয়েছে বহু এলাকা । এর ফলে নদী থেকে লোকালয়ে ঢুকে পড়ে কুমির । জল নেমে গেলে স্থানীয় একটি পুকুরে কুমিরটির দেখা মেলে ।
ঘটনাটি পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আবাদের । জানা গিয়েছে, যশের ফলে বুধবার সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়েছিল নদী লাগোয়া গোবিন্দপুর আবাদ গ্রাম । নদী আর লোকালয়ের জলস্তর এক হয়ে যাওয়ায় নদী থেকে কুমির ঢুকে পড়ে গ্রামে । শুক্রবার সকালে ভাটার সময় জল নেমে গেলে এলাকার বাসিন্দা বিষ্ণু দাসের পুকুরে একটি কুমিরকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় বন দফতরের রামগঙ্গা রেঞ্জ অফিসে ।