পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Crocodile Panic: পুকুরে ভাসছে কুমির, বনদফতরের কয়েকঘণ্টার চেষ্টায় বাগে আসে সরীসৃপটি - পুকুরে ভাসছে কুমির

পুকুরে 15 লম্বা দৈত্যাকার কুমির দেখে আতঙ্কিত গ্রামবাসীরা (Crocodile Panic in South 24 pargana)৷ বন দফতরে খবর দেওয়া হলে, কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে গবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 24, 2023, 6:12 PM IST

15 ফুটের বিশালাকার কুমির

পাথরপ্রতিমা, 24 ফেব্রুয়ারি:পুকুরে ভাসছে দৈত্যাকার কুমির ৷ তা দেখেই আতঙ্কে গ্রামবাসীরা (crocodile panic in Pond) ৷ দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমাএলাকার এল প্লটের শ্রীধর নগর পঞ্চায়েতের অর্ন্তগত কৃষ্ণ দুলাই এলাকার ঘটনার ৷ গঙ্গাধর ঘুরিয়া নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে বৃহস্পতিবার রাতে কুমিরটিকে দেখা যায় ৷ গৃহস্থের পুকুরে 15 ফুটের কুমির দেখে আতঙ্কিত এলাকাবাসী ৷

গৃহস্থের বাড়ির পুকুরে এই কুমির দেখেই স্থানীয়বাসিন্দারই বন দখতরে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রামগঙ্গা ফরেস্ট অফিসের আধিকারিকেরা ৷ বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে অবশেষে উদ্ধার করা সম্ভব হয় । বনদফতর সূত্রে খবর, কুমিরটির দৈর্ঘ্য 15 ফুট । দৈত্যাকার সরীসৃপটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা ৷ তারপর শারীরিক পরীক্ষা করার জন্য ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয় । সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে কুমিরটির শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় । বনদফতর সূত্রে খবর, কুমিরটির দৈর্ঘ্য 15 ফুট ৷ বয়স আনুমানিক 4 বছর ৷ এটি পূর্ণবয়স্ক পুরুষ কুমির বলে জানা গিয়েছে । কুমিরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর সুন্দরবনের নদীতে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে । গৃহস্থের পুকুরে দৈত্যাকার কুমির কীভাবে এল তা এখনও জানা যায়নি ৷

আরও পডুন:ফরাক্কায় গঙ্গার ফিডার ক্যানেলে কুমির, আতঙ্কে স্থানীয়রা

এদিকে পুকুরে কুমির ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । এক গ্রামবাসী জানান, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমা ৷ এই পাথরপ্রতিমায় ভগবতপুর কুমির প্রকল্প থাকার কারণে বিভিন্ন নদী গুলিতে তা ভাসতে থাকে । মাঝেমাঝেই পাথরপ্রতিমার লোকালয়ে কুমির ঢুকে পড়ে ৷ যা অস্বাভাবিক ঘটনা নয় । প্রায় সময় গ্রামবাসীদের পুকুরে বা লোকালয়ে দেখা মেলে দৈত্যাকৃতি কুমিরের । বৃহস্পতিবার বিকেলে পাঁচটার সময় গ্রামবাসীরা গৃহস্থের কাছে একটি পুকুরে কুমির দেখতে পান ৷ খবর দেওয়া হয় বনদফতরে ৷ বনদফতরের আধিকারিকেরা বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে উদ্ধার করেন ।

ABOUT THE AUTHOR

...view details