পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা চাওয়ায় পাওনাদারকে অস্ত্রের কোপ রানাঘাটে - undefined

কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা ধার দেন অপু মণ্ডল (45) ৷ টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও টাকা পাননি ৷

RANAGHAT ATTACK
আক্রান্ত ব্যক্তি

By

Published : Jan 23, 2020, 9:49 PM IST

রানাঘাট, 23 জানুয়ারি : টাকা চাইতে গিয়ে কোনওমতে প্রাণে বেঁচে ফিরলেন পাওনাদার ৷ বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে ৷ পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অপু মণ্ডল (45) নামে ওই ব্যক্তি ৷ আক্রান্ত ব্যক্তি রানাঘাট 1 নম্বর BDO অফিসের অস্থায়ী কর্মী ৷ তাঁর বাড়ি রানাঘাট থানার নতুন তারাপুরে ৷

কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাসকে পাঁচ হাজার টাকা ধার দেন অপু মণ্ডল ৷ টাকা ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও টাকা পাননি ৷ বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার নাম করে অপু মণ্ডলকে নিজের বাড়িতে নিয়ে যায় সনাতন বিশ্বাস ৷ অভিযোগ, তাঁকে বাড়িতে ঢুকিয়ে দরজায় তালা বন্ধ করে দেয় সনাতন ৷ এরপর হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে পাওনাদারকে কোপাতে শুরু করে দেয় ৷ রক্তাক্ত অবস্থায় অপু মণ্ডলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ব্যক্তি ৷

রানাঘাটে পাওনাদারকে অস্ত্রের কোপ

অভিযুক্ত সনাতন বিশ্বাস এলাকা থেকে পলাতক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details