সোনারপুর, 13 ডিসেম্বর : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকাল ৷ এদিন সকালে শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) বিদ্যাধরপুর স্টেশনের কাছে আপ লাইনে ফাটল ধরে ৷ স্থানীয়রা লাইনে সেই ফাটল দেখতে পান ৷ সেই সময় আপ ক্যানিং-সোনারপুর লোকাল (Up Canning-Sonarpur Local) কালিকাপুর স্টেশন ছেড়ে বিদ্যাধরপুর স্টেশনে ঢুকছিল ৷ স্থানীয়রাই লাইনে উপর দাঁড়িয়ে পড়েন এবং হাত নাড়িয়ে ট্রেনটিকে দাঁড় করান ৷
প্রচুর লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চালকও ট্রেন থামিয়ে দেন ৷ এর পর কী হয়েছে দেখতে চালক ট্রেন থেকে নামেন ৷ স্থানীয়রাই চালককে জানান, লাইনে ফাটল রয়েছে ৷ চালক এবং ট্রেনের গার্ড গিয়ে লাইনে ফাটল (Crack Found in Rail Track) দেখতে পান ৷ তাঁরাই ওয়্যারলেসে রেল কর্তৃপক্ষের কাছে খবর পাঠান ৷ খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন ৷