ভোট নিয়ে সিপিআইএমের হুঁশিয়ারি বারুইপুর, 8 জুন: অগস্ট মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর দাবি তুলল সিপিআইএম ৷ যদি তার মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন না হয়, তাহলে পঞ্চায়েতগুলিতে তালা মেরে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বারুইপুরের সিপিআইএম নেতা লায়েক আলি ৷ সিপিআইএম নেতা বলেন, "তৃণমূল বিজেপি পঞ্চায়েত নির্বাচন করতে ভয় পাচ্ছে ৷ তৃণমূলের বোর্ড শেষ হয়ে যাবে অগস্ট মাসের 13 তারিখে ৷ বোর্ড শেষ হওয়ার পর যদি নির্বাচনের দিন ঘোষণা না-হয় তবে রাজ্যজুড়ে আমাদের দল কর্মসূচি নেবে ৷ জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি অঞ্চলের পঞ্চায়েতগুলিতেও আমরা তালা মেরে দেব ৷" যদিও রাজ্য নির্বাচন সূত্রের খবর অনুযায়ী 8 জুলাই বাংলায় হতে পারে পঞ্চায়েত নির্বাচন ৷ বৃহস্পতিবার অর্থাৎ, আজই সাংবাদিক বৈঠক করে জানানো হবে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ৷
প্রসঙ্গত, তাপপ্রবাহে হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের ৷ আর গরমের শুরু থেকেই তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে বারুইপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে । বারবার প্রশাসনকে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি বলে অভিযোগ । ফলে জলকষ্টের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের । তাই পানীয় জলের সমস্যা সমাধান-সহ বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক। সিপিআইএম কর্মী সমর্থকদের বিক্ষোভের মূল দাবি ছিল, 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে ৷ তার কারণ 100 দিনের কাজ বন্ধ থাকার জন্য ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে বহু এলাকাবাসীদের ।
আরও পড়ুন:রাজ্যে 8 জুলাই হতে পারে পঞ্চায়েত নির্বাচন
সম্প্রতি, ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আড়াইশোরও বেশি মানুষের। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বহু মানুষও ৷ যারা ভিন্ন রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন । একশো দিনের কাজ না-থাকার কারণে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা বলে সংবাদে উঠে এসেছে । এছাড়াও এ দিন অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি সিপিএম কর্মী সমর্থকদের পক্ষ থেকে তোলা হয়েছে ৷ তা হল, পঞ্চায়েত নির্বাচন যত দ্রুত সম্ভব করাতে হবে ।
এমনই বেশ কয়েক দফা দাবি নিয়ে এই কর্মসূচি কেন্দ্র করে কয়েকশো সিপিএম কর্মী সমর্থক বিডিও অফিসের সামনে মাইক বাজিয়ে বিক্ষোভ দেখায় । সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ও সিপিআইএম কর্মী সমর্থকদের মাইক বন্ধ করার নির্দেশ দেয় । আর এরপরেই মাইক বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা হয় সিপিআইএম কর্মী সমর্থকদের ।
আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা কবে ? মহকুমাশাসকের দফতরে অভিযান বামেদের
বারুইপুরের সিপিএম নেতা লায়েক আলি বলেন, "প্রচণ্ড গরমে সাধারণ মানুষ জলকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ৷ কিন্তু প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে ? প্রশাসনের কাছে কোন সদুত্তর নেই । 100 দিনের কাজে দুর্নীতির হওয়ার কারণে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র ৷ তার জন্য কয়েক হাজার মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে চলে গিয়েছে । সম্পতি ওড়িশার ট্রেন দুর্ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতজন মানুষ কাজের সন্ধানে ভিন রাজ্যে যায় বাংলা থেকে ।" এইসব দাবি নিয়ে আগামিদিনে বৃহত্তম আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।