বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 3 নভেম্বর: রাজ্যের নিরাপত্তার হাল কী সেটা স্পষ্ট হচ্ছে, রাজ্যের শাসক দলের অনুগামীরা হামলা করেছে, না বোঝার কারণ নেই । সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বর্ষীয়ান সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনা নিয়ে তিনি এই কথা বলেন ৷
অন্যদিকে গুজরাতে বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Elections 2022) দিন ঘোষণা প্রসঙ্গে তিনি জানান, গুজরাত ও হিমাচল প্রদেশে এক সঙ্গে ভোট হবে ৷ কিন্তু গুজরাতে ভোট পিছিয়ে রাখা হল ভয়ে । ভোটের দিন ঘোষণা না করে প্রকল্প ঘোষণা করছে । আর নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর মন্তব্য, দালালরা টাকা তুলেছে সব জায়গা থেকে । বিভিন্ন এলাকায় দালাল নিদিষ্ট করা ছিল । ধাপে ধাপে টাকা উঠেছে ।
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যাকে ইডি-র তলব প্রসঙ্গে জানান, গরুপাচারের টাকা, বেআইনি টাকা, সবাই ভাগ করেছে, কালো কাঁচের গাড়িতে কলকাতায় 75/25 ভাগ হয়েছে । কাউকে ইডি, কাউকে সিবিআই ডাকছে । ধরা পড়বেই, এরা হিসাব দেবে কী করে বেআইনি সম্পদ হয়েছে ।