পাথরপ্রতিমা, 17 এপ্রিল : পাথরপ্রতিমায় CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। তাঁর নাম অজয় কুমার মণ্ডল। আজ ভোর তিনটের সময়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর মুখ ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। অজয়বাবুর বাড়ি পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্ণীনারায়ণপুরে।
গতকাল পাথরপ্রতিমার হরিপুরে দলের কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরেন অজয়বাবু। রাত ন'টা নাগাদ বাড়ির কাছে একটি নিকাশি খালে মাছ ধরতে যান তিনি। কিন্তু, রাত 12টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে, ভোর তিনটের সময় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।
লোকসভা নির্বাচনের পাথরপ্রতিমা ব্লকের CPI(M)-র আহ্বায়ক ছিলেন অজয়বাবু। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় CPI(M) নেতা যজ্ঞেশ্বর দাসের নেতৃত্বে দলীয় কর্মী, সমর্থকরা আজ থানার সামনে বিক্ষোভ দেখায়।
শুনুন অজয়বাবু স্ত্রী ও পঞ্চায়েত প্রধানের বক্তব্য প্রসঙ্গত, অজয়বাবু দু'দফায় পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির হয়ে নমিনেশন দিয়েছিলেন। অভিযোগ ওঠে নমিনেশন তোলার জন্য তৃণমূলের কর্মীরা তাঁকে অপহরণ করে। চারদিন পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।