ডায়মন্ডহারবার, 8 ফেব্রুয়ারি : তৃণমূলের সন্ত্রাস ও হামলার ভয়ে ডায়মন্ডহারবার পৌরসভায় বিজেপি ও সিপিএমের প্রার্থীরা লুকিয়ে মনোনয়ন জমা দিলেন (cpim-bjp claims that they file nomination secretly because of tmc fear) ৷ বিজেপি ও সিপিএমের অভিযোগ, নানা ভাবে হুমকি দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাই বাধ্য হয়ে লুকিয়ে মনোনয়ন পেশ করতে হয়েছে তাদের ৷ যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ ৷
প্রশাসন সূত্রের খবর, এদিন পর্যন্ত ডায়মন্ডহারবার পৌরসভার (Diamond Harbour Municipality) 16টি ওয়ার্ডেই মনোনয়ন জমা দিয়েছে বিজেপি (BJP) ও সিপিএম (CPIM) । কিন্তু দুই দলের দাবি, তৃণমূলের হুমকি ও হামলার হাত থেকে বাঁচতে সমস্তটাই গোপনীয়তা বজায় রেখে করা হয়েছে । গত পঞ্চায়েত ও বিধানসভার নির্বাচনে হামলা ও সন্ত্রাসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত ৷ তাই সিপিএম এবার মনোনয়নের পর প্রার্থীতালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছেন সিপিএম নেতা সমর নাইয়া ।
তাঁর দাবি, প্রার্থীতালিকা আগে প্রকাশিত হওয়ায় গত পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে ৷ অন্যদিকে বিজেপি নেত্রী ও 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী কৃষ্ণা বৈদ্যর অভিযোগ, পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচিত বেশ কয়েকটি প্রার্থী ঠিক করা হলেও শাসকদল তাঁদের হুমকি দিচ্ছে বিভিন্ন ভাবে । তাই 16 টি ওয়ার্ডের খুবই গোপনীয়তা রেখে প্রার্থী বাছাই করা হয়েছে এবং মনোনয়ন জমা দেওয়া হয়েছে ।