কুলতলি, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে বাকি আর মাত্র দু'দিন । বৃহস্পতিবার চলছে শেষদিনের প্রচার ৷ তবু অশান্তি থামার লক্ষণ নেই । সিপিআইএমের ভোটের স্লিপ না-নেওয়ার অপরাধে তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ । ঘটনায় অভিযোগের তির বিরোধী দল সিপিআইএম ও বিজেপির দিকে ৷ আহত তৃণমূল কর্মীর নাম অময় সর্দার ৷ ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালি গদাবর গ্রামে । তৃণমূল কর্মী অময়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ছেলেও। তাঁর নাম বিশ্বজিৎ সরদার ।
অভিযোগ, বাড়ির থেকে বের হতেই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় অময় সর্দারকে ৷ ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন ৷ তিনি বাবাকে বাঁচাতে যান ৷ তখন তাঁকেও ধারালো অস্ত্রের কোপ করা হয় । 6 থেকে 7 জন সিপিআইএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকার মানুষজন ছুটে আসে ৷ তাদের আসতে দেখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে । আহত তৃণমূল কর্মীকে পরিবারের সদস্যরা এরপর উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করে ।