মথুরাপুর, 6 জুন : CPI(M) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মথুরাপুরের লালপুর গ্রামের ঘটনা। মৃতের নাম রাজু হালদার ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বেশ কয়েকজন বন্ধু এলাকায় আড্ডা মারছিল । আড্ডা মারার ফাঁকে এক বছর আগে কেনা মোবাইলে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গ উঠে । তা নিয়েই বচসা শুরু হয় । এরপরই একে অপরকে ধারাল অস্ত্র নিয়ে আঘাত করে । গুরুতর জখম অবস্থায় রাজু হালদার ও রুইস মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন ।
মথুরাপুরে CPI(M) কর্মী খুন - bjp
CPI(M) কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । মৃতের নাম রাজু হালদার ।
ছবিটি প্রতীকী
রুইস মোল্লার অবস্থা আশঙ্কাজনক । এদিকে স্থানীয় CPI(M) নেতৃত্বের দাবি, মৃত রাজু হালদার তাদের দলের সক্রিয় কর্মী ছিল । তবে স্থানীয়রা জানান এই খুনের পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই । যদিও রাজুর মৃত্যুর পর ঘটনাস্থানে যান CPI(M) নেতা কান্তি গঙ্গোপাধ্যায় । তিনি রাজুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ।