সোনারপুর, 16 জুলাই :দেবাঞ্জন দেবের (Debanjan Deb) ভুয়ো টিকাকরণ কেন্দ্রে করোনার টিকা নিয়ে ঠকেছেন, এমন 735 জনকে নতুন করে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল শুক্রবার থেকে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, 16 জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 21 জুলাই পর্যন্ত ৷ সোনারপুর গ্রামীণ হাসপাতাল এবং এমআর বাঙুর হাসপাতাল থেকে টিকা নিতে পারবেন ভুক্তভোগীরা ৷
আরও পড়ুন :দেবাঞ্জন মামলায় কলকাতা পৌরনিগমকে 6 দফা প্রশ্ন করে চিঠি পুলিশের
মিথ্যা পরিচয় আশ্রয় করে একের পর ভুয়ো টিকাকরণ কেন্দ্র চালিয়েছিলেন দেবাঞ্জন দেব ৷ সেইসব জায়গায় টিকা নিয়ে ঠকেছেন অসংখ্য মানুষ ৷ যাঁদের মধ্যে সোনারপুরের বাসিন্দারাও রয়েছেন ৷ এমনই 735 জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর ৷ ভুয়ো টিকা নিয়ে তাঁদের শারীরিক কোনও ক্ষতি হয়েছে কিনা, আগেই তা পরীক্ষা করে দেখা হয়েছে ৷ এর জন্য 15 দিন আগে সরকারের তরফে একটি শিবির করে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ এরপর স্থির হয়, ভুক্তবোগীদের সকলকেই করোনার টিকা দেওয়া হবে ৷ সেই প্রক্রিয়াই শুরু হয় শুক্রবার থেকে ৷