গোসাবা, 26 জুলাই : কিছুদিন আগেই ভ্যাকসিন অন বোট পরিষেবা চালু হয়েছিল সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য । এবার এলাকার আরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট প্রক্রিয়া চালু হল ।
আরও পড়ুন :Corona Vaccine : রেজিস্ট্রেশনের পরও মিলল না টিকা, বিক্ষোভ আসানসোলে
18 থেকে 44 বছর বয়সীদের জন্য সোমবার গোসাবার রাঙাবেলিয়া ফ্লাড শেল্টার থেকে এই কর্মসূচির সূচনা করেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মহকুমা শাসক আজহার জিয়া । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবার বিডিও, গোসাবা ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী-সহ আরও অনেকে ।
গোসাবা ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মূলত এই মুহূর্তে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল-সহ ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে । ফলে প্রথম ডোজ প্রায় বন্ধ । শুধুমাত্র ভ্যাকসিন অন বোটের মাধ্যমে কিছু মানুষ প্রথম ডোজ পাচ্ছেন । তবে প্রথম ডোজের সংখ্যা আরও বাড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটবট প্রক্রিয়া চালু করা হয়েছে ।