পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

covid vaccination : হোয়াটসঅ্যাপেই করোনার টিকাকরণের বুকিং, গোসাবায় পরিষেবা শুরু

সোমবার গোসাবার রাঙাবেলিয়া ফ্লাড শেল্টার থেকে এই কর্মসূচির সূচনা হল ৷ এই পরিষেবা 18 থেকে 44 বছর বয়সীদের জন্য শুরু হল ৷

covid vaccination book through whatsapp service started at gosaba of sundarban
হোয়াটসঅ্যাপেই করোনার টিকাকরণের বুকিং, গোসাবায় শুরু পরিষেবা

By

Published : Jul 26, 2021, 7:37 PM IST

গোসাবা, 26 জুলাই : কিছুদিন আগেই ভ্যাকসিন অন বোট পরিষেবা চালু হয়েছিল সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য । এবার এলাকার আরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট প্রক্রিয়া চালু হল ।

আরও পড়ুন :Corona Vaccine : রেজিস্ট্রেশনের পরও মিলল না টিকা, বিক্ষোভ আসানসোলে

18 থেকে 44 বছর বয়সীদের জন্য সোমবার গোসাবার রাঙাবেলিয়া ফ্লাড শেল্টার থেকে এই কর্মসূচির সূচনা করেন দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মহকুমা শাসক আজহার জিয়া । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবার বিডিও, গোসাবা ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল বর্গী-সহ আরও অনেকে ।

গোসাবা ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মূলত এই মুহূর্তে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল-সহ ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে । ফলে প্রথম ডোজ প্রায় বন্ধ । শুধুমাত্র ভ্যাকসিন অন বোটের মাধ্যমে কিছু মানুষ প্রথম ডোজ পাচ্ছেন । তবে প্রথম ডোজের সংখ্যা আরও বাড়াতে হোয়াটসঅ্যাপ চ্যাটবট প্রক্রিয়া চালু করা হয়েছে ।

আরও পড়ুন :Coronavirus India : দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, মৃত্যুও কমে চারশোর ঘরে

প্রশাসনের তরফে জানা গিয়েছে, 8335999000 নম্বরে ‘হাই’ লিখলেই নির্দিষ্ট কয়েকটি ধাপের মাধ্যমে ভ্যাকসিন গ্রাহককে নিজের কয়েকটি তথ্য সেখানে দিতে হচ্ছে ৷ আর এর মাধ্যমে ভ্যাকসিনের বুকিং করতে পারছেন গ্রাহকরা । এরপর সেই বুকিং অনুযায়ী নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে গেলেই মিলছে ভ্যাকসিন ।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এক্ষেত্রে যেদিন গ্রাহক ভ্যাকসিন নিতে চান, তাঁর দু-এক দিন আগেই বুকিং করতে হবে । এই পদ্ধতি আগেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ব্লকে চালু হলেও নদীবেষ্টিত এই দ্বীপাঞ্চলে চালু হয়নি । এবার গোসাবার মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও নিজেদের সুবিধা মতো ভ্যাকসিন পেতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে ।

আরও পড়ুন :Sonarpur Illegal Vaccination : বিএমওএইচ ও 5 স্বাস্থ্যকর্মীর মুখোমুখি বসিয়ে জেরা মিঠুন মণ্ডলকে

ABOUT THE AUTHOR

...view details