ক্যানিং, 9 জানুয়ারি :গত কয়েকদিন ধরেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার প্রসূতি মায়েদের সমস্যায় পড়তে হচ্ছে । কারণ মহকুমার একমাত্র একটি হাসপাতালেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের ব্যবস্থা রয়েছে । কিন্তু, গত তিনদিন ধরে সেই ক্যানিং মহকুমা হাসপাতালেও চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার হচ্ছে না (Covid spreads in Canning Hospital ) ।
হাসপাতাল সূত্রের খবর, মোট চারজন অ্যানাস্থেসিওলজিস্টের মধ্যে দু'জন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন । শনিবার সকালেও একজন মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন । ফলে মাত্র একজন অ্যানাস্থেসিওলজিস্ট দিয়ে অস্ত্রোপচার সম্ভব নয় । ইতিমধ্যেই স্বাস্থ্যভবনে এই সমস্যার কথা জানানো হয়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও গোটা পরিস্থিতির কথা জানিয়েছেন হাসপাতালের সুপার । তবে কোন পথে সুরাহা মিলবে তা সম্পর্কে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছেন না কেউই (Covid spreads massively in Canning Sub-divisional Hospital)৷